ওঙ্কার সিং-কে হেরিটেজ চেয়ারম্যান করতেই অভিবাসী মারোয়ারীদের মধ্যে আনন্দের ঢেউ

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ৮, ২০২৪ at ১২:২৩

এসপিটি নিউজ, কলকাতা ও জয়পুর, ৮ ফেব্রুয়ারি: দেশের প্রাচীন ও ঐতিহাসিক রাজ্য রাজস্থানে এখন উন্নয়নের হাওয়া লেগেছে। আর সেই হাওয়ায় নয়া সংযোজন হেরিটেজ কনজারভেশন অথোরিটির চেয়ারম্যান নিয়োগ, যেখানে ওঙ্কার সিং জি লাখাওয়াতকে নিয়োগ করতেই অভিবাসী মারোয়ারী সম্প্রদায়ের মধ্যে আনন্দের ঢেউ উঠেছে। প্রবীণ বিজেপি নেতা এবং রাজ্যসভার প্রাক্তন সাংসদ এবং চারণ সাহিত্য গবেষণা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং প্রবীণ সাহিত্যিক, সমাজসেবক  ওঙ্কার সিং জি লাখাওয়াতকে হেরিটেজ কনজারভেশন অথোরিটির চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করেছে বিজেপি সরকার।

সংরক্ষণ কর্তৃপক্ষ.. এই তথ্য প্রদান করে, রাজস্থান সরকারের তথ্য ও জনসংযোগ দফতর, কলকাতার রাজস্থান তথ্য কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিংলাজ দন রতনু বলেছেন যে আজ কলকাতার অভিবাসী মাড়োয়ারি সম্প্রদায়ের শত শত মানুষ রাজস্থান সরকারকে আনন্দ ও ধন্যবাদ জানিয়েছেন। কলকাতার প্রবাসী মাড়োয়ারি সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা হলেন- রাজস্থানী প্রচারণী সভার সভাপতি ও প্রবীণ সাহিত্যিক রতন শাহ, মহেশ্বরী লাইব্রেরির চেয়ারম্যান বিশ্বনাথ চন্ডক, প্রবীণ রাজস্থানী সাহিত্যিক বংশীধর শর্মা, প্রবীণ পণ্ডিত রাজেন্দ্র কেদিয়া, রাষ্ট্রপতি মো. অগ্রবন্ধু, বিখ্যাত শিল্পপতি, সমাজসেবক, গঙ্গার পুত্র প্রহ্লাদ রায় গোয়েঙ্কা, স্থানকবাসী জৈন মহাসভার সভাপতি, বিখ্যাত সমাজকর্মী, শিল্পপতি সরদারমল জি কাঙ্করিয়া, মহেশ্বরী সভার সভাপতি বুলাকি দাস জি মিমানি, প্রবীণ সাহিত্যিক এবং মহেশ্বরী গ্রন্থাগারের মিঃ সঞ্জয় বিনানী, মিঃ ওমপ্রকাশ চন্ডক, মিঃ চন্দ্রতন রথি, বিপ্র ফাউন্ডেশনের রাজকুমার জি ব্যাস, প্রকাশ মুন্ধঙ্গা, সিনিয়র সাহিত্যিক মহাবীর জি বাজাজ, বলদেব পুরোহিত, শ্রী সন্দীপ দাগা, কে অভিনন্দন। হুলসমল আঁচলিয়া, ধনরাজ সোনি, জনাব সর্বেশ্বর সিং চরণ, মানক চাঁদ জৈন, মনোজ ওঝা, মোহন তিওয়ারি এবং কলকাতার প্রবাসী মাড়োয়ারি সম্প্রদায়ের কয়েকশ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

মাড়োয়ারি সমাজের এই প্রবীণ সদস্যরা জানান, এখন ঐতিহ্য সংরক্ষণের অবশিষ্ট কাজ নজিরবিহীনভাবে সম্পন্ন হবে। এর জন্য সমগ্র অভিবাসী মারোয়ারি সম্প্রদায় রাজস্থান সরকারের কাছে কৃতজ্ঞ।

জানা যায়, সম্প্রতি রাজস্থান সাহিত্য অ্যাকাডেমি উদয়পুর এবং রাজস্থান তথ্য কেন্দ্র কলকাতার যৌথ উদ্যোগে রাজস্থান তথ্য কেন্দ্র কলকাতায় আয়োজিত “মিট দ্য লেখক” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কলকাতায় এসেছিলেন ওঙ্কার সিং জি লাখাওয়াত। মহেশ্বরী লাইব্রেরিতেও তাঁর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।তিনি হেরিটেজ কনজারভেশন অথরিটির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সমগ্র কলকাতা মাড়োয়ারি সম্প্রদায়ের মধ্যে আনন্দের ঢেউ বইছে।

Published on: ফেব্রু ৮, ২০২৪ at ১২:২৩


শেয়ার করুন