দোহায় ভারতীয় রাষ্ট্রদূত দেখা করলেন তালিবান শীর্ষ নেতার সঙ্গে, প্রেস রিলিজ দিয়ে জানাল বিদেশমন্ত্রক

Main দেশ বিদেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: আগ ৩১, ২০২১ @ ২০:৪৯

এসপিটি নিউজ, নয়াদিল্লি, ৩১ আগস্ট:  আজ তালিবান শীর্ষ নেতার সঙ্গে দেখা করলেন কাতারে ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তল। দোহায় ভারতীয় দূতাবাসে গুরুত্বপূর্ণ এই বৈঠক হয়েছে। নয়াদিল্লিতে ভারতীয় বিদেশ্মন্ত্রক এক প্রেস রিলিজ প্রকাশ করে এই সংবাদ জানিয়েছে।

বিদেশমন্ত্রক থেকে প্রকাশিত প্রেস রিলিজে বলা হয়েছে- আজ মঙ্গলবার কাতারে ভারতের রাষ্ট্রদূত দীপক মিত্তল দোহায় তালিবানদের রাজনৈতিক কার্যালয়ের প্রধান শের মহম্মদ আব্বাস স্টানেকজাইয়ের সাথে দেখা করেন। তালিবান্দের অনুরোধেই দোহায় ভারতীয় দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এদিনের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়।সেখানে উঠে আসে আফগানিস্তানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং তাদের তাড়াতাড়ি দেশে প্রত্যাবর্তনের বিষয়টি। এমনকি এই আলোচনাতে আফাগান নাগরিক বিশেষ করে সংখ্যালঘু যারা ভারতে যেতে চান তাদের ভ্রমণের বিষয়টিও উঠে এসেছে।

রাষ্ট্রদূত মিত্তাল ভারতের উদ্বেগ উত্থাপন করে বৈঠকে তালিবানদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আফগানিস্তানের মাটি কোনোভাবেই ভারতবিরোধী কার্যকলাপ এবং সন্ত্রাসবাদের জন্য ব্যবহার করা যাবে না। সেখানে তালিবান প্রতিনিধি ভারতীয় রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়গুলি ইতিবাচকভাবে সমাধান করা হবে।

Published on: আগ ৩১, ২০২১ @ ২০:৪৯


শেয়ার করুন