প্রচারের প্রথম দিনেই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের চ্যালেঞ্জ- মেদিনীপুর আসনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেব

রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: মার্চ ২২, ২০১৯ @ ২১:২৫

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২২ মার্চঃ আগেই প্রচার শুরু করে দিয়েছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. মানস ভুঁইয়া। আজ শুক্রবার বজরং মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করে দিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।আর প্রথম দিনেই তিনি রীতিমতো চ্যালেঞ্জের সুরেই জানিয়ে দিলেন- “গত বিধানসভা নির্বাচনে লড়ে জিতেছিলাম। এবারও জেতার জন্য লড়াই করবো। মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। মেদিনীপুর লোকসভা কেন্দ্রটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে উপহার দেব।”

” যারা দলবদল করে মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে “

১) “মানস ভুঁইয়াকে সকলেই চেনেন। আমাকেও সকলেই চিনে গেছেন। যারা দলবদল করেন তাদের মানুষ উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি। রাজ্য জুড়ে সন্ত্রাস চলছে, তাই কেন্দ্রীয় বাহিনী দিয়ে লোকসভার নির্বাচন হচ্ছে। রাজ্যের শাসক দলে দুর্নীতিতে ভরে গেছে। তাই মোদিকে দ্বিতীয় বার প্রধানমন্ত্রী করার জন্য বিজেপি প্রার্থীদের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবেন।” বলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।

” গত দেড় বছর ধরে সংগঠনকে শক্তিশালী করা হয়েছে “

২) শুক্রবার দিলীপ ঘোষ মেদিনীপুর শহরের বিধাননগর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন।সেখানে তিনি মানুষের কাছ থেকে যা সাড়া পেয়েছেন তাতে তিনি অভিভূত। তিনি বলেন-“এই গড়ে গত দেড় বছর ধরে আমাদের সংগঠনকে শক্তিশালী করা হয়েছে।”

বজরং মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু দিলীপের

৩) গতকালই রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২৮টি কেন্দ্রের বিজেপি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। আর তারপরই আজ শুক্রবার মেদিনীপুর শহরে বজরং মন্দিরে গিয়ে পুজো দেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এরপর তিনি স্থানীয় বিধাননগর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেন। তাঁর সঙ্গে ছিলেন জেলা সভাপতি শমিত কুমার দাশ সহ অন্যান্য নেতারা। শহরের এক বেসরকারি অতিথিশালায় মেদিনীপুর পুরসভার ২৫টি ওয়ার্ডের বুথ সভাপতি সহ দলের কর্মীদের নিয়ে নির্বাচনী বৈঠক করেন।

Published on: মার্চ ২২, ২০১৯ @ ২১:২৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

86 − = 80