থাইল্যান্ড ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ছাড়ের মেয়াদ বাড়াল

Main দেশ বিদেশ ভ্রমণ
শেয়ার করুন

ভারতীয় নাগরিকরা ১১ নভেম্বর ২০২৪ এর পরেও ভিসা ছাড়ের মেয়াদের সুবিধা পাবেন , জানিয়ে দিল থাইল্যান্ড

Published on: অক্টো ৩০, ২০২৪ at ২০:৩২

এসপিটি নিউজ, কলকাতা, ৩০ অক্টোবর: থাইল্যান্ড ভ্রমণে আগ্রহী ভারতীয়দের অনেকের মনেই কৌতুহল ছিল – থাইল্যান্ড কি ভিসা ছাড়ের মেয়াদ বাড়াবে? হ্যাঁ, আজ সন্ধ্যায় থাইল্যান্ড তাদের সেই প্রশ্নের জবাব সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে। সেখানে তারা লিখেছে যে ভারতীয় ভ্রমণকারীদের জন্য ভিসার মেয়াদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ানো হয়েছে। সুতরাং, আপনার ব্যাগ প্যাক করুন, আপনার ফ্লাইট বুক করুন এবং হাসির দেশে নিজেকে নিমজ্জিত করার জন্য প্রস্তুত হন৷

প্রসঙ্গত, গত ৭ মে, ২০২৪ রয়্যাল থাই সরকার ভারত ও তাইওয়ানের সাধারণ পাসপোর্টধারীদের ৩০ দিনের বেশি না হওয়া সময়ের জন্য থাইল্যান্ডে প্রবেশ এবং থাকার জন্য অস্থায়ী পর্যটন ভিসা ছাড় প্রকল্পের মেয়াদ বাড়ানোর অনুমোদন দেয়। সেখানে তারা উল্লেখ করে যে প্রকল্পটি ১০ নভেম্বর ২০২৩ থেকে ১০ মে ২০২৪ পর্যন্ত আরোপিত প্রকল্পের ধারাবাহিকতা বজায় রেখে ১১ মে থেকে ১১ নভেম্বর ২০২৪ পর্যন্ত কার্যকর হবে। সেই সময় শেষ হতে চলেছে আগামী ১১ নভেম্বর।

থাইল্যান্ড ভ্রমণে আগ্রহী পর্যটক থেকে শুরু করে বিভিন্ন ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর স্কলেই এই বিষয়টি নিয়ে চিন্তায় ছিল। তাদের প্রশ্ন ছিল যে থাইল্যান্ড কি ভিসা ছাড়ের মেয়াদ বাড়াবে? কারণ, সেটার উপর তাদের পরবর্তী প্ল্যানিং নির্ভর করছে। কলকাতায় এআর-ইএস ট্রাভেল কোম্পানির কর্ণধার এবং ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (টাফি)-র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবিকে এই বিষয়ে তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন- বিষয়টি নিয়ে তিনি নিজেও চিন্তিত ছিলেন। কারণ, তাদের অনেক আগে থেকে প্ল্যানিং করতে হয়। কলকাতা থেকে থাইল্যান্ড ভ্রমণের অনেক মানুষ যাতায়াত করে থাকেন। ভিসা ছাড়ের উপর অনেকেই তাদের ভ্রমণের পরিকল্পনা করারা কথা ভাবে। অবশেষে থাইল্যান ড সেই কৌতূহলের অবসান ঘটিয়েছে। তারা জানিয়ে দিয়েছে যে ভারতীয় নাগরিকদের জন্য তারা ভিসা ছাড়ের মেয়াদ বাড়িয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সুবিধা বজায় থাকবে।

Published on: অক্টো ৩০, ২০২৪ at ২০:৩২


শেয়ার করুন