TTF-এ TAFI-র প্যাভিলিয়নে সংবাদ প্রভাকর টাইমস-এর বিশেষ সংখ্যা

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ১, ২০২২ @ ২৩:৩০

এসপিটি নিউজ, কলকাতা, ১ জুলাই: কলকাতায় মিলন মেলা প্রাঙ্গনে শুরু হয়েছে ট্রাভেল এন্ড ট্যুরিজম ফেয়ার বা TTF. এখানে একাধিক ট্রাভেল অ্যাসোসিয়েশনের পাশাপাশি স্ক্রিয়ভাবে হাজির হয়েছে ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা TAFI. আজ রথযাত্রার পুন্যলগ্নে আজ প্রকাশিত হয়েছে সংবাদ প্রভাকর টাইমস-এর বিশেষ সংখ্যা। এসপিটি গত কয়েক বছর ধরে TAFI-কে সমর্থন জানিয়ে আসছে। তাদের কাজকর্ম সমস্তই তুলে ধরছে এসপিটি। এর ফলে TAFI-র সঙ্গে এসপিটি একটা নিবিড় সংযোগ স্থাপন হয়েছে।আর সেই সুবাদেই এবার মিলন মেলায় অনুষ্ঠিত এই ভ্রমণ ও পর্যটন বাণিজ্য প্রদর্শনীতে TAFI-র প্যাভিলিয়নে স্থান পেয়েছে সংবাদ প্রভাকর টাইমস-এর বিশেষ সংখ্যা।

কোভিড মহামারীর পর দেশে ও বিদেশে ভ্রমণ ও পর্যটন বাণিজ্যকে এগিয়ে নিয়ে যেতে সর্বতোভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে TAFI. একদিকে তারা যেমন দেশের অভ্যন্তরে পর্যটনের প্রসারে কাজ করে চলেছে ঠিক তেমনই আন্তর্জাতিক ভ্রমণ ও পর্যটন বাণিজ্যকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন দেশের দেশের সঙ্গে সহযোগিতার হাত মিলিয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে TAFI রাজ্যের পর্যটনের প্রসারে সক্রিয় ভূমিকা পালন করছে। TAFI-র পূর্বাঞ্চলের চেয়ারম্যান অনিল পাঞ্জাবি নিজেই তাঁর সংস্থাকে বাংলার পর্যটনের প্রসারে কাজে লাগিয়েছে।

আজই প্রকাশিত হয়েছে সংবাদ প্রভাকর টাইমস-এর বিশেষ সংখ্যা। এই সংখ্যার প্রচ্ছদ নিবন্ধ – মিজোরাম। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটি যেভাবে পর্যটনের দুনিয়ায় নিজেদের এগিয়ে নিয়ে চলেছে সেকথাই তুলে ধরা হয়েছে নিবন্ধটিতে। একই সঙ্গে TAFI-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবির জীবনের উত্থানের কাহিনি। এক সাধারণ পরিবার থেকে উঠে এসে কিভাবে তিনি আজ নিজেকে ট্রাভেল দুনিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেকথাই তুলে ধরা হয়েছে বইটিতে। আরও এক ট্রাভেল ব্যবসায়ী অভিষেক চৌধুরীর জীবনের উত্থানের কাহিনীও তুলে ধরা হয়েছে একটি পৃথক নিবন্ধে।

বইটি দেখে রীতিমতো উচ্ছ্বসিত TAFI-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি। তিনি বলেন- সংবাদ প্রভাকর টাইমস-এর বিশেষ সংখ্যাটি চমৎকার হয়েছে। সব দিয়ে এই সংখ্যাটি ভ্রমণ ও পর্যটনের চাহিদা পূরণ করতে পেরেছে। আগামিদিনে এসপিটি ভ্রমণ ও পর্যটনের খবর পরিবেশনে আরও উন্নতি করুক, এই কামনা করি।


শেয়ার করুন