কলকাতায় থাই এয়ারওয়েজ নেটওয়ার্কিং লাঞ্চ অনুষ্ঠান

Main দেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১৫, ২০২৩ at ২৩:৫৯
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৫ ডিসেম্বর: আজ কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল থাই এয়ারওয়েজ নেটওয়ার্কিং লাঞ্চ অনুষ্ঠান।হাজির ছিলেন পূর্ব ভারতের শীর্ষস্থানীয় ট্যুর অপেরেটররা। এদিনের অনুষ্ঠানে থাই এয়ারওয়েজের উপর আলোচনা হয়। তাতে থাই এয়ারওয়েজের প্রতি সমর্থনের জন্য সমস্ত বাণিজ্য অংশীদারদের ধন্যবাদ জানানো হয়।

থাই এয়ারওয়েজের কলকাতার প্যাসেঞ্জার সেলসের সাজিদ আহমেদ খান জানান, থাই এয়ারওয়েজ ১৫ অক্টোবর ২০২৩ থেকে পুনরায় কলকাতা-ব্যাংকক উড়ান পরিষেবা চালু করেছে। ইতিমধ্যে এই পরিষেবায় দারুন সাড়া মিলেছে। বিশেষ করে সম্প্রতি থাইল্যান্ড ভারতীয়দের ভিসা ছাড়ের সুবিধা দেওয়ায় ভ্রমণের গতি বেড়েছে। ফলে কলকাতা-ব্যাঙ্কক রুটে যাত্রী বহনের মাত্রা বেড়েছে। এজন্য পূর্ব ভারতের শীর্শ্তহানীয় ট্যুর অপেরেটররা বড় ভূমিকা পালন করেছে। এজন্য তাদের এদিন ধন্যবাদ জানানো হয়েছে।

Read more news

TAT স্বাগত জানাল: আজ থেকে এয়ার ইন্ডিয়ার দিল্লি-ফুকেট উড়ান পরিষেবা চালু

কলকাতায় এদিন ওবেরয় গ্র্যান্ডে বান থাই রেস্তোরাঁয় ইভেন্টটি অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রয়্যাল থাই কনস্যুলেট জেনারেল কলকাতার ভারপ্রাপ্ত কনসাল জেনারেল পিয়াপন আটিপাত্য । ছিলেন শ্রীমতি নাটপাউই রত্তনাকাট – টিম লিড ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, সাজিদ আহমাদ খান – প্যাসেঞ্জার সেলস কলকাতা।

এছাড়াও এদিনের সভায় উল্লেখযোগ্য উপস্থিতি ছিল পূর্ব ভারতের শীর্শ্তহানীয় ট্যুর অপারেটরদের। যাদের মধ্যে উল্লেখযোগ্য ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া বা টাই-এর চেয়ারম্যান (পূর্ব ভারত) মানব সোনি এবং স্কাল-এর কলকাতার চ্যাপ্টারের প্রেসিসডেন্ট।

Published on: ডিসে ১৫, ২০২৩ at ২৩:৫৯


শেয়ার করুন