
Published on: ফেব্রু ১১, ২০২৫ at ০৯:৩১
এসপিটি নিউজ, কলকাতা, ১১ ফেব্রুয়ারি: “সুন্দরবন ড্রিমস’ নামক (Farmers Producer Organisation) কৃষি উৎপাদন সংস্থার উদ্দ্যোগে গত ২৯ জানুয়ারি, ২০২৫-এ একটি সাম্মানিক অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে বাস্তব জীবনের নেতৃত্বদের পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যানবিদ্যা বিভাগ APEDA যা ভারত সরকারের কমার্স ও শিল্প মন্ত্রকের অংশ; ICAR-NBFGR ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুন্দরবন ড্রিমসের সাথে সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে।
এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগীয় সুধীজনেরা উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে গৌরবান্বিত করেন। উপস্থিত গুণীজনের মধ্যে উল্লেখযোগ্য হল – পশ্চিমবঙ্গ বিদ্যুৎ নিয়ন্ত্রণ দফতরের চেয়ারম্যান ডঃ এম ভি রাও, ICAR-NBFGR, লখনৌ এর পরিদর্শক ডঃ উত্তম কুমার সরকার, APEDA , কলকাতা আঞ্চলিক বিভাগের শ্রীকান্ত মন্ডল, সুন্দরবন ড্রিমসের মাননীয় সচিব জি মুস্তাফা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডেপুটি জেনারেল ম্যানেজার আলোক জৈন, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যান বিভাগের পরিদর্শক দীপেন্দু বেরা ও পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান বিদ্যা বিভাগের মাননীয় মন্ত্রী অরূপ রায়।
অনুষ্ঠান শুরুতে উপস্থিত ব্যক্তিত্বরা তাদের উদ্যান বিদ্যা ও কৃষি ক্ষেত্রে নেতৃত্বের অভিনবত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কিত তাদের মূল্যবান মতামত ্তুলে ধরেন। পরবর্তীতে বাস্তবিক জীবনে নায়কত্ব ও নেতৃত্ব প্রদানকারী ব্যক্তিদের কৃষি বিজ্ঞানের উন্নতি সাধনের জন্য পুরস্কৃত করা হয়। এই পুরস্কার এর মধ্যে উল্লেখযোগ্য হল পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ডঃ কেশবচন্দ্র ধারা তার পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে কৃষি ও সর্বাঙ্গীণ জীবন যাপন উন্নয়নের জন্য পুরস্কৃত হন। এছাড়াও ICAR -NBFGR এর বিজ্ঞানী ডঃ অনূতোষ পারিয়া ও ডঃ আদিত্য কুমার সিংহ সহ অন্যান্য গুণী ব্যক্তিত্বরা পুরস্কার দ্বারা সম্মানিত হন।
Published on: ফেব্রু ১১, ২০২৫ at ০৯:৩১