Published on: ডিসে ১৮, ২০২৪ at ১০:৪০
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ,কলকাতা, ১৮ ডিসেম্বর: ভারতে ক্রিকেট খেলার প্রচলন করেছিল ব্রিটিশরা। ১৭০০ সালে এদেশে তারা ক্রিকেটের সঙ্গে পরিচিতি ঘটিয়েছিল। এরপর ১৭২১ সালে প্রথম রেকর্ড করা ক্রিকেট ম্যাচটি ব্রিটিশ নাবিক এবং স্থানীয় ভারতীয় বণিকদের মধ্যে খেলা হয়েছিল। সেই ঐতিহ্য তারা আজও এগিয়ে নিয়ে চলেছে। আজ কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনে প্রতিবন্ধী ক্রিকেটারদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে। সেখানে ব্রিটিশ ডেপুটি হাই কমিশন, আইবিএসএ এবং রোটারির ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে ডব্লিউবিসিএডিএ খেলোয়াড়দের হাতে ক্রিকেট কিট তুলে দেওয়া হবে।
এদিন অনুষ্ঠান শুরু হবে কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনের প্রেস অ্যান্ড কমিউনিকেশনের প্রধান অমিত সেনগুপ্তের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে। এরপর বক্তব্য রাখবেন পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডঃ অ্যান্ড্রু ফ্লেমিং। এছাড়াও বক্তাদের মধ্যে থাকবেন রোটারির শুভজিৎ রায়। ডঃ নন্দিনী রায়ের বক্তৃতা, চেয়ার, প্রোগ্রাম কাউন্সিল, আইবিএসএ।
ভিডিও বার্তা দেবেন ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রতিবন্ধী ক্রিকেটের পারফরম্যান্স ম্যানেজার ডক্টর জেন পাওয়েল এবং লর্ডস ট্যাভারনার্সের ক্রিকেট প্রোগ্রামের প্রধান রব টিপিং।
এরপর প্রতিবন্ধী ক্রিকেটে নেতৃত্ব বিষয়ে এক আলোচনা চক্র অনুষ্ঠিত হবে। সেখানে অংশ নেবেন -ডঃ অ্যান্ড্রু ফ্লেমিং, ঋতুশ্রী গুহ, অ্যাডভোকেসি প্রজেক্ট, সর্বাণী ভট্টাচার্য, ভিপি, কর্পোরেট কমিউনিকেশনস অ্যান্ড সিএসআর, মারলিন এবং উৎপল মজুমদার, WB ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ডিফারেন্টলি অ্যাবল্ড। গোটা আলোচনা চক্রটি সঞ্চালনা করবেন অমিত সেনগুপ্ত।
বিডিএইচসি, আইবিএসএ এবং রোটারি দ্বারা ডব্লিউবিসিএডিএ খেলোয়াড়দের একটি স্মারক সহ স্বীকৃতি প্রদান করা হবে।
সবশেষে রীতাশ্রী ঘোষ, ভিপি, আইবিএসএ এবং ডাঃ নন্দিনী রায় এবং ডঃ এন্ড্রু ফ্লেমিং ডব্লিউবিসিএডিএ খেলোয়াড়দের হাতে ক্রিকেট কিট হস্তান্তর করবেন।
Published on: ডিসে ১৮, ২০২৪ at ১০:৪০