বালির বিধায়ক বৈশালী ডালমিয়াকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

Main রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২২, ২০২১ @ ১৯:৪৩

এসপিটি নিউজ: বেশ কিছুদিন ধরেই তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছিলেন। প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে বলছিলেন দলের বিরুদ্ধে নানা কথা। আজ রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা থেকে ইস্তফা দেওয়ার পরই তিনি বলেন যে তৃণমূলে এখন ছেরে দে মা কেঁদে বাঁচি অবস্থা। এরপরই এদিন সন্দ্যায় দলের শৃঙ্খলারক্ষা কমিটি মিটিং ডেকে বৈশালীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়।

কিছুদিন লক্ষ্মীরতন শুক্লার ইস্তফার পর বৈশালী ডালমিয়া বলেছিলেন- দলের ভিতর উইপোকারা আছে। এসব উইপোকাদের বের না করলে তারা দলের আরও ক্ষতি করে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলটাকে তৈরি করেছেন এসব উইপোকারা দলকে নষ্ট করে দেবে। এরপর আজ রাজীব বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর বৈশালী ডালমিয়া সুর আরও চড়িয়ে বলেন-” তৃণমূলে হাওড়া থেকে তো একে একে সকলেই বেরিয়ে যেতে শুরু করেছে। আমি তো আগেই যা বলেছিলাম সেটাই তো ফলে যাচ্ছে। দেখুন একে একে সবাই বেরিয়ে যাচ্ছে। এখানে কাউন্সিলররাই সব পুরসভা হয়ে হয়ে গেছে। এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে তো তৃণমূলে এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা।”

দলের বিধায়কের এমন বেসুরো হহওয়া দেখে আজ সন্ধ্যায় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি বৈঠকে বসে। সেখানেই সিদ্ধান্ত হয়। তারপরই তৃণমূলই জানিয়ে দেয় যে বালির তৃণমূল বিধায়ককে দল বহিষ্কার করেছে। যদিও এরপর বৈশালী ডালমিয়ার কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

Published on: জানু ২২, ২০২১ @ ১৯:৪৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1