SPICE JET প্রথম তিন মাসে লাভ করেছে 262 কোটি টাকা, আয় লাফিয়ে বেড়েছে 35%

অর্থ ও বাণিজ্য দেশ
শেয়ার করুন

চলতি আর্থিক বছরে স্পাইসজেট কোম্পানির আয় 35 শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে 3145.3 কোটি টাকা।

32টি নতুন উড়ান সহ এই মুহূর্তে স্পাইসজেট-এর উড়ান সংখ্যা দাঁড়িয়েছে 107টি।

Published on: আগ ১৪, ২০১৯ @ ১৯:৩৬ 

এসপিটি নিউজ ডেস্ক: জেট এয়ারোয়েজ বন্ধ হওয়ায় সবচেয়ে বেশি সুবিধা যদি কারও হয়ে থাকে তবে তারা হল স্পাইসজেট।এয়ারলাইন কোম্পানিটি চলতি আর্থিক বছরে প্রথম প্রান্তিকে অর্থাৎ 2019 সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত তাদের লাভের পাশাপাশি আয়ও অনেকটাই বৃদ্ধি করেছে। কোম্পানিটি গত শুক্রবার তাদের হিসাবের পরিমান ঘোষণা করার সময় জানিয়েছে যে তাদের চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে 261.7 কোটি টাকা মুনাফা হয়েছে যা গত বছর এই একই সময় লোকসান হয়েছিল 38.1 কোটি টাকা।

আয় বেড়েছে অনেকখানি

চলতি আর্থিক বছরে স্পাইসজেট কোম্পানির আয় 35 শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে 3145.3 কোটি টাকা। যা গতবার ছিল 2253.3 কোটি টাকা। প্রথম তিন মাসে কোম্পানির EBITDA (EARNING BEFORE INTEREST, TAXES, AND DEPRECIATION AND AMORTIZATION ) 81.3 কোটি টাকা থেকে বেড়ে 620.8 কোটি টাকা হয়েছে যেখানে কোম্পানির EBITDA মার্জিন 3.7শতাংশ থেকে বেড়ে হয়েছে  20.7 শতাংশ।

এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে স্পাইসজেট

অপারেশনাল প্যারামিটারগুলিতে আবার এক্সেলিং করে স্পাইস জেট দেশের সকল এয়ারলাইন্সের মধ্যে সর্বোচ্চ যাত্রী বহন 93.8% করেছে বলে জানিয়েছে গত 50 মাসে। 32টি নতুন উড়ান সহ এই মুহূর্তে স্পাইসজেট-এর উড়ান সংখ্যা দাঁড়িয়েছে 107টি। এই বছরে প্রথম তিন মাসে স্পাইসজেট মোট 18টি উড়ান চালু করেছে। এই মুহূর্তে তারা দেশের সবচেয়ে বড় আঞ্চলিক বিমান কোম্পানি যারা দিনে ৫১টি উড়ান চালায়। বিমান সংস্থা আরও বলেছে যে বিমান সংস্থাটি এখন নতুন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলিতে চলে গেছে যে আর্থিক সংখ্যাকে প্রভাবিত করে।

কি বলছেন কোম্পানির এমডি

স্পাইসজেটের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর  অজয় সিং বলেন, “আমরা আমাদের বহরে 32 টি বিমান যুক্ত করেছি,  যা সংকটে জর্জরিত একটি ক্ষেত্রের জন্য অভূতপূর্ব গতিতে প্রসারিত, আমাদের শক্তিশালী ব্যবসায়ের মডেল এবং প্রমাণিত অপারেটিং সক্ষমতাকে প্রদর্শন করে।”

Published on: আগ ১৪, ২০১৯ @ ১৯:৩৬

 

 

 

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 3 =