জেলের ভিতরেই সর্প দংশনঃ যাবজ্জীবন কারাদন্ডে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

দেশ বন্যপ্রাণ
শেয়ার করুন

সাপগুলি জেলের কয়েদিদের ঘরে আশ্রয় নিয়েছিল।

যেখানে ছিল তিন বন্দি। বিষধর সাপ তিনজনকেই দংশন করে।

Published on: আগ ১৪, ২০১৯ @ ২১:৪০ 

এসপিটি নিউ ডেস্ক:  যাবজ্জীবন কারাদন্ডের সাজা ভোগ করছিল। কিন্তু কারাগারের সেই ঘরে ঢুকে পরেছিল বিষধর সাপ। যার বিষাক্ত দংশনে মৃত্যু হল সেই সাজাপ্রাপ্ত আসামীর। এ যেন সেই আসামীর কাছে ‘ ‘মৃত্যুদন্ড’। শুধু এই একজন নয় ওই বিষধর সাপের দংশনে এখনও আরও দুই সাজাপ্রাপ্ত আসামী হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের বস্তি জেলার জেলেই।

জেলের ভিতরেই সাপের দংশন

1. কয়েকদিন ধরে বস্তি জেলায় ভারী ধরনের বৃষ্টি হয়েছে। এর ফলে বেশ কয়েকটি বিষধর সাপ বস্তি জেলার জেলের ভিতর ঢুকে পড়ে। সাপগুলি জেলের কয়েদিদের ঘরে আশ্রয় নিয়েছিল। যেখানে ছিল তিন বন্দি। বিষধর সাপ তিনজনকেই দংশন করে। এই কয়েদিদের মধ্যে একজন যাবজ্জীবন কারাদন্ডের সাজা ভোগ করছিল বাব্বু পুত্র রাজকুমার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে  এবং বাকি দুই বন্দি দিলীপ পুত্র রামধনী ও রাজকুমার পুত্র বুদ্ধু জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

2. সাপের আতঙ্কে এখন বস্তি জেলের বন্দিরা রীতিমতো শঙ্কিত। কখন যে আবার কাকে দংশন করে তা কেউ জানে না। সাপগুলি এখনও জেলের ভিতর রয়েছে। পরিস্থিতি সংকটজনক হয়ে ওঠায় জেল কর্তৃপক্ষ সাপ ধরতে সাপুড়েদের খবর পাঠায়। প্রায় আধ ডজন সাপুড়ে সাপ ধরতে জেলে আসে। দীর্ঘ সময়ের চেষ্টায় সাপুড়েরা চারটি বিষধর সাপ ধরতে সক্ষম হয়। এর মধ্যে এক জোড়া নাগ-নাগিন রয়েছে। তবে সাপগুলি নিয়ে যাওয়ার পর এখন জেলের সকলের ভিতর স্বস্তি ফিরেছে। প্রতিকী ছবি

Published on: আগ ১৪, ২০১৯ @ ২১:৪০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 8 =