সাতবারের T20 চ্যাম্পিয়ন বাংলা ত্রিদলীয় সিরিজ জয়ের লক্ষ্যে নামছে

Main খেলা দেশ রাজ্য
শেয়ার করুন

আগামী ৫ ও ৬ মার্চ সোদপুরে ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে শারীরিকভাবে প্রতিবন্ধীদের ত্রিদলীয় T20 ক্রিকেট প্রতিযোগিতা
Published on: মার্চ ১, ২০২৫ at ২১:২৮
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১ মার্চ:  সমরেশ বিশ্বাস, প্রতাপ কুমার। নামগুলি শুনে মনে হচ্ছে তো এরা আবার কারা? স্বাভাবিক। কিভাবে জানবেন এদের। কারণ সংবাদ মাধ্যমে তো এদের নিয়ে কোনও রিপোর্ট বের হয় না। মেইন স্ট্রিম –এর ক্রীড়া সাংবাদিকরা দুটি খেলা থুড়ি পুরুষ ক্রিকেট আর ফুটবল দল নিয়ে বেশি থাকে। বিশেষ করে পুরুষদের ক্রিকেট নিয়ে। শারীরিকভাবে প্রতিবন্ধীরাও যে ভারতের জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে তাক লাগিয়ে দিচ্ছে সেদিকে তাদের কারও খেয়ালই নেই। উপরে যে দুটি নাম দেখলেন তারা দু’জনেই ভারতের জার্সি নিয়ে দেশের হয়ে খেলে ফেলেছে। প্রথমজন বাংলার এবং দ্বিতীয় জন বিহারের। আগামী ৫ ও ৬ মার্চ সোদপুরে অনুষ্ঠিত টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় তাদের দেখা যাবে। আপনারা সত্যি যদি ক্রিকেট খেলা পছন্দ করে থাকেন তাহলে একবার হলেও সমরেশ, প্রতাপদের ক্রিকেট শৈলী নিজের চোখে দেখে যাবেন। নিরাশ হবেন না।

ইদানীং বাংলায় টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার রেশ বাড়তে শুরু করেছে। তাছাড়া, শারীরিকভাবে প্রতিবন্ধী ক্রিকেটারদের খেলা ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। আপনাদের জানিয়ে রাখি যে বিশ্ব শারীরিকভাবে প্রতিবন্ধীদের ক্রিকেট-এ চ্যাম্পিয়ন দলের নাম ভারত। তাই বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামির পাশে সমরেশ, প্রতাপদেরও একটু জায়গা দিন। ভালবাসা দিন। সমর্থন করুন। গলা ফাটান। কারণ তারাও কিন্তু দেশের জন্য সম্মান এনে দিচ্ছে। তাই আমাদের দেশের শারীরিকভাবে প্রতিবন্ধী ক্রিকেটারদের পাশে থাকুন। আর অবশ্যই দেখুন তাদের অসাধারণ ক্রীড়া নৈপুন্য। কত অসাধারণ দক্ষতার সঙ্গে তারা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করে।

ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সচিব অভিজিৎ বিশ্বাস তৈরি করেছেন এটিকে। প্রাণের চেয়েও বেশি ভালবাসেন এই অ্যাসোসিয়েশনকে। তিনি নিজেও একজন ক্রিকেটার। সাফল্যের সঙ্গে ক্রিকেট খেলেছেন। তার নেতৃত্বে বাংলা ক্রিকেট দল এই বিভাগে এখন পর্যন্ত সাতবার টি-টোয়েন্টি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। এমনকি একবার বাংলাদেশের সঙ্গেও মৈত্রী সিরিজ খেলে রানার্স হয়েছে। এবারও তাদের লক্ষ্য থাকছে চ্যাম্পিয়ন হওয়ার।

এবার বাংলা দলের নেতৃত্বে থাকছেন দীপঙ্কর মল্লিক। ভাইস ক্যাপ্টেন সমরেশ বিশ্বাস। দলের বাকি সদস্যরা হলেন – তপন বৈরাগী, সুমন দে, দেবাশীষ সাধুখাঁ, মহেশ শ, বিমল মাহাতো, ফারুক আব্দুল্লা, পূর্ণব ওরাও, শুভিজিৎ মন্ডল এবং অনিকেত ঘোষ (উইকেট রক্ষক)। এছাড়াও আছেন- শিবসাগর গিরি, রাকেশ মধু, রীতম সরকার ও সুকুমার মাহাতো ( উইকেট রক্ষক)। আছেন- অভিজিৎ বিশ্বাস (প্রতিষ্ঠাতা ও সচিব), বরুণ সিং (ম্যানেজার), বিবেক সিনহা( কোচ)।

এই টুর্নামেন্টটি ৫ এবং ৬ মার্চ, ২০২৫ তারিখে পশ্চিমবঙ্গের সোদপুরে অনুষ্ঠিত হবে।  ৫ মার্চ দুটি ম্যাচ- বিহার-বাংলা এবং মহারাষ্ট্র –বাংলা ম্যাচ অনুষ্ঠিত হবে। পরদিন ৬ মার্চ বিহার-মহারাষ্ট্র ম্যাচ অনুষ্ঠিত হবে। ওইদিনঈ বিকেলে মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে সোদপুর এইচবি টাউন বিজয়পুর গ্রাউন্ড।

এই ইভেন্টটি অন্তর্ভুক্তি উদযাপন করে এবং প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অবিশ্বাস্য প্রতিভা প্রদর্শন করে।

পশ্চিমবঙ্গ দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন বিভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে ক্রিকেট প্রচারের জন্য নিবেদিতপ্রাণ। এটি ক্রীড়াবিদদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রাজ্যের প্রতিনিধিত্ব করার এবং শ্রেষ্ঠত্ব অর্জনের ক্ষমতা প্রদান করে। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে, অ্যাসোসিয়েশন খেলাধুলায় অন্তর্ভুক্তি এবং গ্রহণযোগ্যতার সংস্কৃতি গড়ে তোলে।

Published on: মার্চ ১, ২০২৫ at ২১:২৮

 


শেয়ার করুন