
Published on: মে ১৮, ২০২২ @ ১৭:৩৫
এসপিটি নিউজ, নয়াদিল্লি, ১৮ মে: দীর্ঘ দু’বছর বাদে ফের রীতিমতো মহাসমারোহে রাজধানী নয়াদিল্লিতে ইন্ডিয়া এক্সপো মার্ট গ্রেটার নয়ডাতে শুরু হল সাউথ এশিয়াজ ট্রাভেল এন্ড ট্যুরিজম এক্সচেঞ্জ বা সাট্টে ২০২২। উদ্বোধন করেন কেন্দ্রীয় পর্যটন, বন্দর, শিপিং এবং জলপথের প্রতিমন্ত্রী শ্রীপাদ ইয়েসো নায়েক। উপস্থিত ছিলেন তামিলনাড়ু সরকারের পর্যটন মন্ত্রী ড. এম. মাথিভেন্থনও।কেন্দ্রীয় প্রতিমন্ত্রী উদ্বোধনী ভাষণে ভারতের পর্যটন শিল্পের উত্থানের কথা তুলে ধরার পাসাপাশি কঠিন সময়ে যেভাবে দেশের অভ্যন্তরীন পর্যটন বড় ভূমিকা পালন করেছে সেকথা গুরুত্ব সহকারে তুলে ধরেন। একই সঙ্গে তিনি এও বলেন যে সেই সময় এফটিএএস একটি বড় পতন দেখেছে, যদিও দেশীয় বাজার এগোচ্ছে।
Sh. Shripad Yesso Naik ji, Hon'ble Minister of State for Tourism, Ports, Shipping and Waterways inaugurated SATTE 2022 at India Expo Mart Greater Noida on 18th of May 2022. Dr. M. Mathiventhan Minister for Tourism, Government of Tamil Nadu was also present at the ocassion. (1/3) pic.twitter.com/OCfuuEXvBs
— Ministry of Tourism (@tourismgoi) May 18, 2022
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন- “গত কয়েক বছরে ভারতে বিদেশি পর্যটকদের আগমনের পাশাপাশি অভ্যন্তরীণ ভ্রমণকারী উভয়েরই স্থির বৃদ্ধির সাক্ষী ছিল।মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পর্যটন মন্ত্রণালয় পর্যটন খাতকে সহায়তা করতে অক্লান্ত পরিশ্রম করেছে।মন্ত্রক পর্যটন ও আতিথেয়তা শিল্পের প্রতিনিধিদের সাথে এবং স্টেকহোল্ডারদের সাথে একটি ক্রমাগত সংলাপ করছে যাতে সমাধানগুলি এবং চাহিদা পুনরুজ্জীবিত করে পর্যটন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার উপায় নিয়ে আলোচনা চালিয়ে গেছে।বিশ্বমানের বিমানবন্দর, উচ্চমানের রাস্তা, উন্নত বন্দর সুবিধা, পর্যটন এবং ভ্রমণের দ্রুত বর্ধনশীল অবকাঠামোগত সহায়তার কারণে পর্যটন খাত উপকৃত হয়েছে।”
এদিন কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধনের পর তিনি ইনক্রিডেবল ইন্ডিয়া প্যাভিলিয়নেরও উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রণালয়ের অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল মিসেস রুপিন্দর ব্রার।
এছাড়াও মন্ত্রকের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আসাম, মেঘালয়, সিকিম, নাগাল্যান্ড, জম্মু ও কাশ্মীর রাজ্যের পর্যটনের প্রতিনিধি এবং ভ্রমণ বাণিজ্য, মিডিয়ার সদস্যরাও উপস্থিত ছিলেন। ইভেন্টটি চলবে ২০ মে ২০২২ পর্যন্ত।
Published on: মে ১৮, ২০২২ @ ১৭:৩৫