আরএসএস প্রধান মোহন ভাগবত এখন দক্ষিণবঙ্গ সফরে

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ১১, ২০২৫ at ১১:৫৪

এসপিটি নিউজ, কলকাতা, ১১ ফেব্রুয়ারি:  চলতি মাসের ৭ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান ডাঃ মোহন্রাও ভাগবত দক্ষিণবঙ্গ সফরে এসেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় কর্মী ও কার্যকর্তাদের সঙ্গে মিলিত হবেন। এক প্রেস বিবৃতি জারি করে সঙ্ঘের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।

আজ ও কাল অর্থাৎ ১১ ও ১২ ফেব্রুয়ারি ভাগবত অখিল ভারতীয় টোলির এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ গ্রহণ করবেন। ১৩ ফেব্রুয়ারি তিনি মধ্যবঙ্গে যাবেন। যার মধ্যে পড়ছে –বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া জেলা। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার বর্ধমানে সংঘের নতুন প্রান্ত কার্যালয় উদ্বোধন করবেন। ১৬ ফেব্রুয়ারি রবিবার বর্ধমানেরই তালিত ‘সাই’ কমপ্লেক্স ময়দানে মধ্যবঙ্গ প্রান্ত কর্যকর্তাদের নিয়ে এক সম্মেলনে অংশগ্রহণ করবেন।

আরএসএস সাধারন সম্পাদক জিষ্ণু বসু জানিয়েছেন- সংঘ প্রধানের এই প্রবাসের বিষয় হিসাবে সামাজিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে পঞ্চ পরিবর্তনের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে যেমন- ‘স্ব’-আধার, সামাজিক সমরসতা, কুটুম্ব প্রবোধন, পর্যাবরণ এবং নাগরিক কর্তব্য এই পাঁচটি বিষয় নিয়ে আলোচনা করা হবে বলে স্থির হয়েছে। এছাড়াও প্রবুদ্ধ ব্যক্তি, প্রবীণ স্বয়ংসেবকদের সাথে আলাপচারিতা ও বার্তালাপ করবেন।

বসু জোর দিয়ে বলেন যে ভাগবতের এই সফরের লক্ষ্য হিন্দু সম্প্রদায়ের মধ্যে জাতীয়তাবাদের চেতনাকে শক্তিশালী করা, ‘স্বদেশী’ চেতনা প্রচার করা এবং ‘আত্মনির্ভর ভারত’-এর দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নেওয়া, যা একটি মূল জাতীয় লক্ষ্য।

Published on: ফেব্রু ১১, ২০২৫ at ১১:৫৪


শেয়ার করুন