নবমী ও দশমীতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, জানিয়ে দিল হাওয়া অফিস

Main আবহাওয়া দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ১৮, ২০২৩ at ২১:৫০

এসপিটি নিউজ, কলকাতা, ১৮ অক্টোবর: পুজোয় কেমন থাকবে আবহাওয়া। গতকাল পর্যন্ত খবর ছিল, ঠিক থাকবে। কিন্তু আজ আবহাওয়া দফতর জানিয়ে দিল অষ্টমী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আনা থাকলেও শেষ দু’দিন অর্থাৎ নবমী ও দশমীতে কিন্তু বৃষ্টিতে ভিজতে পারে গোটা দক্ষিণবঙ্গ।

য়ালিপুর আবহাওয়া দফতর আজ দুর্গা পুজো উৎসবের আবহাওয়ার পূর্বাভাস আপডেট দিয়েছে। তাতে বড় ধরনের দুর্যোগের সম্ভাবনা না থাকলেও বৃষ্টি মুক্ত উৎসবের সম্ভাবনা থাকছে না। তেমনই পূর্বাভাস মিলেছে। এক বার্তায় তারা জানিয়েছে- আগামী ১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত নিম্ন স্তরে এই অঞ্চলের স্থলভাগে প্রধানত উত্তর-পশ্চিমী বায়ু প্রবাহিত হতে পারে। ২০ অক্টোবর বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশে একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে- উত্তরবঙ্গে ১৮ থেকে ২০ অক্টোবর দার্জিলিং এবং কালিম্পং জেলার দু’একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। বলা যেতে পারে দুর্গা পুজোয় উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। সপ্তমী থেকে দশমী অর্থাৎ ২১ -২৪ অক্টোবর পর্যন্ত প্রধানত শুষ্ক আবহাওয়া জেলাগুলিতে বিরাজ করার সম্ভাবনা রয়েছে৷

তবে দক্ষিণবঙ্গে পরিস্থিতি একটু ভিন্ন। পূর্বাভাসে তার ইঙ্গিত রয়েছে। বলা হয়েছে- ১৮ তঘেকে ২২ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে৷তবে পুজোর শেষ দু’দিন অর্থাৎ নবমী ও দশমীতে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে।

আগামী ২৩ অক্টোবর নবমীতে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণা, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলি এবং কলকাতা জেলার এক বা দুটি জায়গায় খুব হালকা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা ৩০-৪০% সম্ভাবনার সাথে সাধারণত মেঘলা আকাশ থাকবে।

২৪ অক্টোবর দশমীতে কলকাতা এবং পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি জেলার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ৭০-৮০% সহ সাধারণত মেঘলা আকাশ থাকবে।

সাধারণত মেঘলা আকাশ সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 30-40% হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Published on: অক্টো ১৮, ২০২৩ at ২১:৫০


শেয়ার করুন