Published on: জানু ১৭, ২০২৫ at ১৯:০০
এসপিটি নিউজ, কলকাতা, ১৭ জানুয়ারি: পশ্চিম বঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সমবায় নির্বাচনে প্রগতিশীল প্রার্থীরা প্রতিক্রিয়াশীল প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করে আগামী পাঁচ বছরের জন্য নিজেদের অর্থকে সুরক্ষিত করেছেন। আজ ৩০৯ জন সদস্য এই ভোটে অংশগ্রহণ করেন।
নির্বাচনকে কেন্দ্র করে প্রতিক্রিয়াশীলরা গত কয়েক দিন ধরে নানান বিভ্রান্তিকর ও উস্কানিমূলক প্রচার করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও আধিকারিকরা সমবায়ের প্রায় দশ কোটি টাকার সঞ্চিত মূলধনকে গত দশ বছরের অভিজ্ঞতার নিরিখে পুনরায় প্রগতিশীল প্রার্থীদের প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। সমবায়ের সাতটি বোর্ড অফ ডিরেক্টর এর আসনে সাতটিতেই এই জোট জয়লাভ করে।
জয়ী প্রগতিশীল প্রার্থীরা হলেন অরূপ সর্দার, হিমাদ্রি শেখর দাস, অধ্যাপক মানিক চন্দ্র পাখিরা, অধ্যাপক সুরজিৎ বৈদ্য, পুষ্পেন্দু ব্যানার্জি, সুলগ্না দে ও শুক্লা দাস। শুক্লা দাস সর্বোচ্চ ২০৭ ভোট পান। এই জয়ে অধ্যাপক প্রদীপ কুমার দাস, অধ্যাপক মানিক পাখিরা, অধ্যাপক শক্তি প্রধান, অধ্যাপক অরুন কুমার মন্ডল, স্বপন দে, সৌমেন বাগচি, অরূপ সরদার ও ত্রিদিব ব্যানার্জী বিশ্ববিদ্যালয়ের সর্ব স্তরের শিক্ষক, কর্মচারী ও আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন।
জয়ী প্রার্থীরা তারা খুবই খুশি এবং আগামী পাঁচ বছরের জন্য যে নতুন কমিটি গঠিত হবে তারা তাদের দেওয়া কথা তারা রাখবেন এই আশা করা যায়। নির্বাচিত প্রগতিশীল প্রার্থীরা তারা উন্নততর বোর্ড গঠনের মাধ্যমে সোসাইটির অর্থ সঠিকভাবে, স্বচ্ছ ব্যবস্থাপনার মধ্য দিয়ে সুরক্ষিত রাখার অঙ্গীকার করেন।
প্রার্থীরা সকলে এই জয়ের সঙ্গে যুক্ত সকল স্তরের শিক্ষক, কর্মচারী ও আধিকারিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও এই সমবায় ভোটের সঙ্গে যুক্ত সকল স্তরের মানুষজনদের হার্দিক অভিনন্দন জানানো হয়। এবার দেখার বিষয় নতুন বোর্ড গঠন হলে আগামী পাঁচ বছরের জন্য তারা তাদের কি সুনিপুণ কর্মপন্থা দিয়ে কিভাবে বিশ্ববিদ্যালয়ে এই সমবায় সোসাইটি কে এগিয়ে নিয়ে যায় সেটা দেখার অপেক্ষায় সকলে।
Published on: জানু ১৭, ২০২৫ at ১৯:০০