বাংলা ভাষায় পশ্চিমবঙ্গবাসীকে আমন্ত্রণ জানালেন অরুণাচলের পর্যটনমন্ত্রী NAKAP NALO

Main এসপিটি এক্সক্লুসিভ দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

” আপনারা অরুণাচলে আসুন ” -পর্যটন ও বেসামরিক পরিবহনমন্ত্রী নাকাপ নালো

Published on: জুন ২৬, ২০১৯ @ ২২:১৩

এসপিটি নিউজ, ইটানগর(অরুণাচল প্রদেশ), ২৬জুন: উত্তর-পূর্ব ভারতে যে রাজ্যগুলি পর্যটনের মানচিত্রে নিজেদের এগিয়ে নিয়ে চলেছে তার মধ্যে অন্যতম অরুণাচল প্রদেশ। পাহাড়, হ্রদ, জঙ্গল আর মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই রাজ্যে পর্যটনের জন্য খুবই মনোরম। রাজ্যে বর্তমান সরকার এখন পর্যটনের দিকে মন দিয়েছে। আজ সংবাদ প্রভাকর টাইমস-এর সামনে সে রাজ্যের পর্যটন ও বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী নাকাপ নালো পশ্চিমবঙ্গবাসীকে সেখানে ভ্রমণের আমন্ত্রণ জানালেন।

পশ্চিমবঙ্গবাসীকে অরুণাচলের মন্ত্রীর আমন্ত্রণ

এখন কলকাতা থেকে সরাসরি ইটানগর উড়ান যাচ্ছে। কাজেই যাওয়া এখন খুবই সহজ হয়ে গিয়েছে। তাছাড়া রেলপথে গুয়াহাটি হয়েও আপনি পূঁছে যেতে পারেন পাহাড়ে ঘেরা মনোরম অরুণাচলে। মন্ত্রী নাকাপ নালো নিজেই বললেন-” আপনারা অরুণাচলে আসুন।”

TAFI- চেয়ারম্যান অনিল পাঞ্জাবির কথার সত্যতা ধরা পড়ল

অরুণাচল প্রদেশের পর্যটনমন্ত্রী নাকাপ নালোর এই আবেদন এতটাই প্রাসঙ্গিক যখন সপ্তাহ খানেক আগেই সংবাদ প্রভাকর টাইমস ট্রাবভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার চেয়ারম্যান অনিল পাঞ্জাবির বিশেষ সাক্ষাৎকার নিয়েছিলাম। উত্তর-পূর্ব ভারতে পর্যটনের সম্ভাবনা কতটা তা নিয়ে তিনি বিষেষভাবে আলোকপাত করেছিলেন। জানিয়েছিলেন তাঁর মত। TAFI- চেয়ারম্যান অনিল; পাঞ্জাবি সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন কিভাবে ধাপে ধাপে উঠে আসছে উত্তর-পূর্ব ভারতর রাজ্যগুলি পর্যটনের মানিচিত্রে। এখানে সম্ভাবনা প্রচুর আছে। প্রয়োজন সঠিকভাবে এর প্রয়োগ করা। বেশি করে উড়ান চালানো।

সম্ভাবনার প্রতিচ্ছবি মিলল মন্ত্রীর আমন্ত্রণে

সেই সম্ভাবনারই কিন্তু প্রতিচ্ছবি মিলল অরুণাচলের পর্যটনমন্ত্রী নাকাপ নালোর এই আমন্ত্রণে। বাঙালিরা বেশি ভ্রমণ পিপাসু। গরমের ছুটি বলুন কিংবা পুজোর ছুটি কিংবা শীতের মরশুম এখন তো আবার বর্ষার মরশুমেও খামতি নেই ভ্রমণে। আর অরুণাচলের পর্যটনমন্ত্রী বাংলার সংবাদ মাধ্যম সংবাদ প্রভাকর টাইমসকে সামনে পেয়ে সেই সুযোগ হাতছাড়া করতে ছাড়েননি। তিনি পশ্চিমবঙ্গবাসীদের এবার অরুণাচলে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে রাখলেন। বাংলা ভাষতাতেই জানালেন তাঁর আমন্ত্রণ- “আপনারা অরুনাচলে আসুন।”

এখন পুরোপুরিভাবে তৈরি অরুণাচল প্রদেশ। পর্যটনের সব রকমের পসরা সাজিয়ে বসে আছে তারা। আপনার আগমনের অপেক্ষায়। তাই দেরী না করে এবারের পুজোর ভ্রমণের প্ল্যানে অনায়াসে ইচ্ছা করলে ঢুকিয়ে নিতে পারেন অরুণাচলকে। কেন যাবেন? কি আছে সেখানে? এসব প্রশ্ন উঠছে তো। এসব নেট ঘেটে দেখে নিতে পারেন। তবু দায়িত্ববোধের তাগিদে কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম।

তাওয়াং

বৌদ্ধ গুম্ফা আর প্রাকৃতিক সৌন্দর্য্য তো আছেই। এছাড়া আছে বিখ্যাত সেলা পাস এবং তাওয়াং মনাস্ট্রি। নিকটে ঘুরে আসতে পারেন বমডিলা এবং তেজপুর। তাওয়াং সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উঁচুতে অবস্থিত। দেখতে পাবেন সেলা পাস, তাওয়াং মনাস্ট্রি, তাক্সাং গুম্ফা, গোরিচেন পিক, সঙ্গা শির লেক, নুরানাং জলপ্রপাত, বুমলা পাস আরও কত কী!

রোয়িং

এখানে এলে প্রাকৃতিক সৌন্দর্য্যের পাশাপাশি দেখতে পাবেন জলপ্রপাত আর পাবেন রোমাঞ্চকর অনুভূতি। এখানে মূল আকর্ষণ হল মায়ুদিয়া ও ভিষমাকনগর। দেখতে পাবেন মেহাও লেক, নিজোমাঘাট, রুক্মিনী নাতি আরও কত কী!

ইটানগর

অরুণাচলের রাজধানী। পুরাতত্ত্ব, হিমালয়ান রেঞ্জ আর ব্রহ্মপুত্র নদীর জন্য বিখ্যাত এই শহর। এখানে মূল আকর্ষণ হল ইটা ফর্ট এবং গঙ্গা লেক। আছে পোলো পার্ক, গুম্ফা, রুয়াপা আরও কত কী।

বমডিলা

এই স্থান পাহাড়, প্রকৃতি, অর্কিড আর প্রশান্তির জন্য বিখ্যাত। বমডিলা মনাস্ট্রি আর আপেল গাছের জন্য প্রসিদ্ধ এই এলাকা।এখানে দেখা যাবে ইগলনেস্ট ওয়াইল্ডলাইফ স্যাঞ্চুয়ারি, দিরাং ভ্যালি, আর আর হিল সহ অনেক কিছু।

এছাড়াও জিরো, ভালুকপং, পাসিঘাট, অ্যানিনি, অ্যালং এবং দিরাং দেখার মতো স্থান। সুতরাং আর দেরী কেন, বেরিয়ে পড়ুন।

Published on: জুন ২৬, ২০১৯ @ ২২:১৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 − 20 =