NIA-এর ডিজি হয়ে অতিরিক্ত দায়িত্ব সামলাবেন CRPF-এর ডিজি কুলদীপ সিং

Main দেশ রাজ্য
শেয়ার করুন

 Published on: মে ২৯, ২০২১ @ ১৮:২৮
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৯ মে:  আগামী ৩১ মে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি(এনআইএ)-র অতিরিক্ত দায়িত্বভার নিতে চলেছেন ডিজি সিআরপিএফ কুলদীপ সিং। তিনি ১৯৮৩ ব্যাচের আইপিএস অফিসার ওয়াই এস মোদির স্থলাভিষিক্ত হচ্ছেন। ওইদিন তিনি অবসর নেবেন।আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এক মেমোরেন্ডাম প্রকাশ করে এই কথা জানিয়েছেন যুগ্ম সচিব(পুলিশ-১) রাজেশ কুমার সিং। সাম্প্রতিককালে সিআরপিএফ-এর সঙ্গে এনআইএ-র যুগ্ম দায়িত্ব ভার পালন সত্যিই উল্লেখযোগ্য ঘটনা।তবে বর্তমানে আরও একজন আইপিএস অফিসার রাকেশ আস্থানা তিনিও দু’টি কেন্দ্রীয় সংস্থা বিএসএফ ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো’র ডিজি’র দায়িত্ব সামলাচ্ছেন।

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি কি

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ হল ভারত সরকার দ্বারা স্থাপিত দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অনুসন্ধান করা একটি কেন্দ্রীয় সংস্থা। কেন্দ্রীয় সন্ত্রাসবাদ বিরোধী আইন প্রণয়ন সংস্থা হিসাবে এটি কাজ করে। এই সংস্থা রাজ্যগুলির অনুমতি ছাড়াই সন্ত্রাসবাদ বিরোধী তদন্তমূলক কার্যকলাপ চালাতে পারে। ২০০৮ সালের ৩১ ডিসেম্বর সংসদে গৃহীত হওয়া ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অ্যাক্ট ২০০৮ অনুসারে এটি তৈরি করা হয়েছিল।

২০০৮ সালে মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলার ঠিক পরেই ভারপ্রাপ্ত এক স্বতন্ত্র সন্ত্রাসবাদ বিরোধী তদন্তকারী সংস্থার অভাব অনুভব করে। তখনই এই সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়। এই সংস্থাটির সাজা দেওয়ার হার অত্যন্ত ভাল। বর্তমানে এই হার ৯৫ শতাংশ। পঞ্জিভূত হওয়া ১৮৫টির মধ্যে ১৬৭টি মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। রাধা বিনোদ রাজু এই সংস্থার প্রথম ডিজি ছিলেন। এরপর ডিজি হন যোগেশ চান্দের মোদি। ইনি ২০১৭ সাল থেকে এনআইএ-র দায়িত্ব সামলাচ্ছেন। আগামী ৩১ মে সোমবার তিনি অবসর নিতে চলেছেন। সেই জায়গায় নতুন ডিজি হচ্ছেন ডিজি সিআরপিএফ কুলদীপ সিং।

সোমবার ডিজি এনআইএ-র অতিরিক্ত দায়িত্ব নিচ্ছেন কুলদীপ সিং

সন্ত্রাসবাদীদের কাজকর্মের বিরুদ্ধে তদন্ত করে তাদের আইন অনুযায়ী সাজা দেওয়ার কাজ করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার কুলদীপ সিং আগামী সোমবার অতিরিক্ত দায়িত্ব হিসাবে ডিজি, এনআইএ-র পদে আসীন হতে চলেছেন। আজ শনিবার সংবাদ প্রভাকর টাইমস-কে তিনি জানান, সরকার তাঁর উপর যে নতুন দায়িত্ব দিয়েছেন সেজন্য তিনি সেই কাজে নিজের সেরাটাই দেবেন। আগামী সোমবার ৩১ মে সন্ধ্যায় তিনি ডিজি, এনআইএ-র দায়িত্বভার গ্রহণ করবেন। ২০১৩ সালে ইন্ডিয়া মুজাহিদিনের ইয়াসিন ভাটকলকে এনআইএ গ্রেফতার করেছিল।২০১৪ সালে জামাতুল মুজাহিদিনের আসাদুল আখতারকে গ্রেফতার করেছিল এনআইএ। এনআইএ একটি দেশের এক বৃহত্তর অনুসন্ধানকারী সংস্থা। সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে তদন্ত এই সংস্থাই করে।

সংবাদ প্রভাকর টাইমসকে ডিজি সিআরপিএফ কুলদীপ সিং জানালেন এই কথা

১৯৮৬ সালের আইপিএস অফিসার কুলদীপ সিং জানান- “এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে এমএসসি পাশ করেন। পশ্চিমবঙ্গেই শুরু হয়ে তাঁর কর্মজীবন। প্রথম এসডিপিও বিষ্ণুপুর হয়েই আইপিএস-এর সফর শুরু। এরপর শিলিগুড়িতে অতিরিক্ত পুলিশ সুপার হয়ে কাজ করার সময় প্রশংসিত হন। এরপর কোচবিহার ও পরে উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ সুপারের গুরু দায়িত্বভার পালন করেন অত্যন্ত সাফল্যের সঙ্গে। এরপর কলকাতা পুলিশে প্রথমে ডিসি(দক্ষিণ) ও পরে ডিসি(সদর) হয়ে যুগ্ম পুলিশ কমিশনার এবং পরে অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্বভার পালন করেন। এরপর আইজি(পশ্চিমাঞ্চল)এর দায়িত্ব পালন করেন। এই সময় তিনি জঙ্গলমহলে মাওবাদী দমনে অসাধারণ কাজ করেন। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল লালগড়। পশ্চিমবঙ্গে সর্বশেষ পোস্টিং ছিল এডিজি (অর্গানাইজেশন)।”

এরপর তিনি পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে এসে কেন্দ্রীয় স্তরে দায়িত্বভার গ্রহণ করেন। সেই সময় আইজি, এসএসবি-র দায়িত্ব সামলান। এরপর কয়েক মাস স্পেশাল ডিজি হিসাবে সাফল্যের সঙ্গে কাজ করা পর ডিজি, সিআরপিএফ-এর পদে আসীন হন। এবার অতিরিক্ত দায়িত্ব হিসাবে ডিজি, এনআইএ-র দায়িত্ব অর্পিত হল।

‘উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার ও ডিসি(দক্ষিণ)-এ কেটেছে ব্যস্ততম সময়’

ডিজি সিআরপিএফ কুলদীপ সিং বলেন- “তাঁর ৩৬ বছরের আইপিএস কর্মজীবনে সবথেকে ব্যস্ততম সময় কেটেছে উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার দায়িত্ব পালনের সময়। সেইসময় গোটা উত্তর ২৪ পরগনা জেলাই ছিল তাঁর অধীন। এরপর তাঁর ব্যস্ততম সময় কেটেছে কলকাতা পুলিশের ডিসি(দক্ষিণ) দায়িত্বভার পালনের সময়। এই সময় তিনি অনেক কিছু শিখতে পেরেছেন যা আজ কাজে লাগছে।”

উল্লেখ্য, এখন উত্তর ২৪ পরগনা জেলাকে পুলিশি কাজকর্মের জন্য ভাগ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বারাকপুর ও বিধানগরকে দু’টি পৃথক পুলিশ কমিশনারেট ও বারাসত ও বসিরহাটকে দু’টি পৃথক পুলিশ জেলা করে দেওয়া হয়েছে।

যত বেশি শুনবেন তত অভিজ্ঞতা লাভ করবেন- ডিজি সিআরপিএফ কুলদীপ সিং

এসডিপিও বিষ্ণুপুর থেকে আজ দেশের দু’টি অন্যতম সর্বোচ্চ পুলিশ সংস্থা সিআরপিএফ ও এনআইএ-র প্রধানের দায়িত্বভার পালনের সুযোগ পেয়েছেন এর পিছনে কাজ করেছে এই দুঁদে আইপিএস অফিসারের বলিষ্ঠ ও স্বচ্ছ চিন্তাভাবনা, যা আজ তাঁকে এই সর্বোচ্চ জায়গায় পৌঁছে দিয়েছে। সংবাদ প্রভাকর টাইমস-এর পাঠকদের তিনি জানিয়েছেন তাঁর সেই মানসিক দৃঢ়তার কথা।

“আপনি যত বেশি গ্রাউন্ড লেভেলে থাকবেন যত বেশি মানুষের কথা শুনবেন তত বেশি আপনার অভিজ্ঞতা হবে। আর তত বেশি আপনি কাজ শিখতে পারবেন। আপনার হয়তো সেই কথা মনঃপুত হবে না। ভাল লাগবে না। কিন্তু তবু চুপ করে যদি তাদের কথা শোনেন দেখবেন তার থেকে অনেক কিছু শিখতে পারবেন। জানতে পারবেন। হবে অনেক অভিজ্ঞতা। যা পরবর্তী কালে আপনার জীবনে সাফল্য পেতে কার্যকর হয়ে উঠবে।” বলেন ডিজি সিআরপিএফ কুলদীপ সিং।

Published on: মে ২৯, ২০২১ @ ১৮:২৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 2 =