সেফ জোনে নৈহাটি, সুস্থ হয়ে ওঠার হার ৮৭ শতাংশ- কি বললেন সিআইসি সনৎ দে

Main কোভিড-১৯ রাজ্য
শেয়ার করুন

এই মুহূর্তে পুর এলাকায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা মাত্র 34জন। সুস্থ হয়ে ওঠার হার 87 শতাংশ, যা খুবই ইতিবাচক দিক।

Published on: আগ ১, ২০২০ @ ২০:০৮

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, নৈহাটি:  করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে নিজেদের সেফ জোনে রাখতে সফল হয়েছে নৈহাটি পুরসভা। রাজ্যের সমস্ত বিধিনিয়ম মেনে রাজ্যের নির্দেশিত গত তিনটি লকডাউন যেমন কঠোরভাবে পালন করেছে নৈহাটি, সেইরকমই এর আগের লকডাউনগুলিও যথাযথ নিয়ম মেনে সফল করেছে উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর মহকুমার এই পুরসভা। আর তার সুফলও মিলেছে হাতেনাতে।

নৈহাটির করোনা পরিসংখ্যান

এ পর্যন্ত নৈহাটি পুর এলাকার করোনা সংক্রমণের প্রবণতা সেই তুলনায় অনেকটাই কম।যা পুর এলাকার স্বাস্থ্যকর্মী, স্থানীয় চিকিৎসক, পুরসভার স্বাস্থ্য ব্যবস্থার জন্যই সফল হয়েছে। পুরসভার স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল সনৎ দে জানান, “এখনও পর্যন্ত পুর এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা 262জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 228জন। মারা গেছে 10জন।” তিনি আরও জানান, “নৈহাটিতে কোনও কনটেননমেন্ট জোন নেই। তাছাড়া এখানে নতুন করে পুরসভাগত ভাবে লকডাউন এইই মুহূর্তে হচ্ছে না, যা হবে রাজ্যের ঘোষিত লকডাউনই মেনে চলা হবে।”

সুস্থ হয়ে ওঠার হার বেড়েছে নৈহাটিতে

আসলে নৈহাটিতে সংক্রমণের প্রবণতা যা তার থেকে সুস্থতার হার বেশি। এই মুহূর্তে পুর এলাকায় সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা মাত্র 34জন। সুস্থ হয়ে ওঠার হার 87 শতাংশ, যা খুবই ইতিবাচক দিক। অনেকেই মনে করছেন, নৈহাটি এখন সেফ জোনে অবস্থান করছে। আর তাই নতুন করে পুরসভাগতভাবে আর লকডাউন রাখা হচ্ছে না।গত বৃহস্পতিবারি নৈহাটি পুরসভা পরিচালিত SAFE HOME এ  দু’জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরছেন। তারা হলেন-১) শুভঙ্কর বর্মন, নৈহাটি। ২) বিদ্যুৎ চক্রবর্তী, কৃষ্ণনগর।

Published on: আগ ১, ২০২০ @ ২০:০৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

97 − = 95