‘ন্যাশনাল ফিজিক্যালি চ্যালেঞ্জড’ T20 ত্রিদলীয় সিরিজের ট্রফি উন্মোচন

Main খেলা দেশ রাজ্য
শেয়ার করুন

টুর্নামেন্টের সাফল্য কামনা করে ভিডিও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন প্রাক্তন ক্রিকেটার কারসন ঘাউড়ি
 Published on: মার্চ ৪, ২০২৫ at ১০:৪৭
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৪ মার্চ:  “তোমার অক্ষমতা ভুলে যাও এবং তোমার ক্ষমতা অন্বেষণ করো”- শারীরিকভাবে প্রতিবন্ধী ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিক্রান্ত রবীন্দ্র কেনি যথার্থই বলেছেন।

তার এই উদ্ধৃতি আগামী দিনে আরও বেশি করে শারীরিকভাবে প্রতিবন্ধীদের মধ্যে থেকে অনেক ভাল ক্রিকেটার উঠে আসবে। আর সেই কাজই এখন নীরবে করে চলেছেন ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সচিব অভিজিৎ বিশ্বাস। আগামী ৫ ও ৬ মার্চ সোদপুরে  ন্যশনাল ফিজিক্যালি চ্যালেঞ্জড T20 ত্রিদলীয় সিরিজের মাধ্যমে। গতকাল সোমবার ট্রফির উন্মোচনও হয়েছে বিসিসিআই আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়ার হাত ধরে।

ত্রিদলীয় এই সিরিজে খেলবে মহারাষ্ট্র, বিহার ও আয়োজক বাংলা ক্রিকেট দল। টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় স্তরে বাংলা অত্যন্ত শক্তিশালী দল। অধিনায়ক দীপঙ্কর মল্লিক ও সহ-অধিনায়ক সমরেশ বিশ্বাসের নেতৃত্বে এবারও তারা টুর্নামেন্ট খেলার জন্য অপেক্ষা করে আছে। গোটা বাংলা দল উজ্জ্বীবিত হয়ে আছে। টিমের বাকি সদস্যরা হলেন- তপন বৈরাগী, সুমন দে, দেবাশীষ সাধুখাঁ, মহেশ শ, বিমল মাহাতো, ফারুক আবদুল্লা, পূর্ণব ওরাও, শুভজিৎ মন্ডল, অনিকেত ঘোষ (উইকেট রক্ষক), শিবসাগর গিরি, রাকেশ মধু, রীতম সরকার ও সুকুমার মাহাতো(উইওএক্ট রক্ষক)। এছাড়া দলের ম্যানেজার হিসাবে থাকছেন বরুন সিং, কোচ বিবেক সিনহা এবং  সহকারী কোচ অলোক বৈরাগী । এই খবর দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সচিব অভিজিৎ বিশ্বাস।

এই টুর্নামেন্টকে সফল করার জন্য অভিজিৎ নিজের সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্র থেকে নানা মানুষ তাকে সাহায্য করছে।যাদের মধ্যে রয়েছেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের মিডিয়া ও কম্যিউনিকেশন প্রধান অমিত সেনগুপ্ত। শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি,  বিসিসিআই আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া, সিএ বি প্রসিডেন্ট স্নেহাশীষ গাঙ্গুলি, কারসন ঘাউড়ি থেকে শুরু করে আরও অনেকে।

প্রাক্তন ক্রিকেটার কারসন ঘাউড়ি এক ভিডিও বার্তায় শুভাচ্ছা জানিয়েছে অভিজিৎ বিশ্বাসকে। তিনি বলেছেন- “আমার আন্তরিক অভিনন্দন অভিনন্দন জানাই অভিজিৎকে। তিনি কলকাতায় যে ত্রিদলীয় সিরিজের আয়োজন করেছেন তাতে আমার শুভেচ্ছা রইল। আমি এই টুর্নামেন্টের সাফল্য কামনা করি।“

অভিজিৎ বিশ্বাস অত্যন্ত আন্তরিকতার সাথে বাংলার প্রতিটি দৈনিক সংবাদ প্ত্রকে এই প্রতিযোগিতা কভার করার অনুরোধ জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত তাদের থেকে সেভাবে সাড়া মেলেনি। তবে সংবাদ প্রভাকর টাইমস সামান্য একটি ডিজিটাল মিডিয়া হয়ে তাদের সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে এই প্রতিযোগিতার খবর সর্বত্র ছড়িয়ে পড়তে পারে।

Published on: মার্চ ৪, ২০২৫ at ১০:৪৭


শেয়ার করুন