শারীরিক প্রতিবন্ধকতা নয় মানসিক দৃঢ়তার ক্রিকেটে মুখোমুখি হতে চলেছে নদিয়া-পুরুলিয়া

Main খেলা দেশ রাজ্য
শেয়ার করুন

নদিয়ার চাকদা স্টেডিয়ামে আগামী ১ এপ্রিল নদ্যা-পুরুলিয়া ফাইনাল ম্যাচ ঘিরে উৎসাহ তুঙ্গে
Published on: মার্চ ২১, ২০২৫ at ১৭:০৭
Reporter:: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২১ মার্চ : শারীরিকভাবে প্রতিবন্ধীদের ক্রিকেট খেলায় যুক্ত করার স্বপ্ন দেখেছিলেন তিনি। ভারতের প্রাক্তন ক্রিকেটার অজিত ওয়াদেকার। তার সেই স্বপ্নকে আজ বাস্তবায়িত করছে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। আর সেই অ্যাসোসিয়েশনের ছত্রছায়ায় থেকে বাংলার অতি সাধারণ ঘরের সেইসব ছেলেদের নিয়ে অভিজিৎ বিশ্বাস  গড়েছেন ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন । যার লক্ষ্য মানুষের সমর্থন আর সাহায্য নিয়ে অজিত ওয়াদেকারের সেই স্বপ্নকে বাংলায় কিছুটা এগিয়ে নিয়ে যাওয়া। আর সেই লক্ষ্য নিয়ে আগামী ১ এপ্রিল  চাকদা স্টেডিয়ামে ২০ ওভারের ক্রিকেট ফাইনালের আয়োজন করা হয়েছে। যেখানে নদিয়া ও পুরুলিয়ার ২২ জন ক্রিকেটার যারা শারীরিক প্রতিবন্ধকতা নয় মানসিক দৃঢ়তার ক্রিকেটের এক উজ্জ্বল প্রদর্শন তুলে ধরতে চলেছে।

এর আগে সোদপুরের এইচবিটাউন মাঠে বাংলা আর মহারাষ্ট্রের মধ্যে এক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখা গিয়েছে। যেখানে দুই দলের ক্রিকেটাররা দেখিয়েছে তাদের ক্রীড়া দক্ষতার উন্নত নিদর্শন। উপস্থিত সকলেই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন যে যাদের আমরা শারীরিকভাবে প্রতিবন্ধী বলছি সেই ছেলেগুলি যখন বল আর ব্যাট হাতে মাঠে নামে তখন যে খেলা প্রদর্শন করে তা সাধারণ ক্রিকেটে অনেক ভাল খেলোয়াড়রাও তা দেখাতে পারে না। আসলে এদের মানিসিক দৃঢ়তা অনেক বেশি। যেখানে শারীরিক প্রতিবন্ধকতা হার মানতে বাধ্য হয়।

ওয়েস্ট বেঙ্গল দিব্যাঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অভিজিৎ বিশ্বাস জানিয়েছেন, শ্রদ্ধেয়  ক্রিকেটার অজিত ওয়াদেকার স্যারের হ্নমদিন উপলক্ষে আগামী ১ এপ্রিল নদিয়ার চাকদা স্টেডিয়ামে এক ক্রিকেট ফাইনালের আয়োজন করা হয়েছে। এতাই এই মরশুমের শেষ টুর্নামেন্ট। আমরা এই ফাইনাল ম্যাচটিকে বড় করা করার পরিকল্পনা নিয়েছি। আশা করি স্কলের সহযোগিতা ও সমর্থন পাব।

ইতিমধ্যে দুই দলের ক্রিকেট খেলোয়াড়দের নামের তালিকা ঘোষণা করা হয়েছে। দুই দলের নাম নদিয়া ফাইটার্স এবং পুরুলিয়া প্যান্থার্স

টিম নদিয়া ফাইটার্স দলের খেলোয়াড় তালিকা-

দীপঙ্কর মল্লিক (ক্যাপ্টেন), সমরেশ বিশ্বাস (ভায়েস ক্যাপ্টেন), দেবাশিস সাধুখান, তপন বৈরাগী , অভিজিৎ বিশ্বাস, সুব্রত ঘোষ , সুমন দে,  ফারুক আবদুল্লাহ (WK) , রেতম সরকার , রাকেশ মধু , নীলাদ্রি ভৌমিক , সৌম্যজিৎ দাস , কিরি দাস। কোচ হলেন বিবেক সিনহা।

টিম পুরুলিয়া প্যান্থার্স দলের খেলোয়াড় তালিকা –

সুকুমার মাহাতো (C)(W.K),  বিমল মাহাতো, মহেশ শ (ভিসি) ,  অনিকেত ঘোষ,  বিপুল সিং, পূর্ণব ওরাও,  শুভজিৎ মন্ডল, শিবসাগর গিরি,  বিরাজ ভুনিয়া , কমল সরকার ,  সরোজ কুমার শ,  প্রেম ধীবর,  প্রশান্ত। কোচ হলেন অলোক বৈরাগী।

সবশেষে বিশ্ব বিখ্যাত লেখক শেন ই. ব্রায়ান-এর একটা বিখ্যাত উক্তি দিয়ে এই প্রতিবেদন শেষ করছি। যেখানে তিনি লিখেছেন – “আমার কোনও অক্ষমতা নেই, আমার একটা প্রতিভা আছে! অন্যরা হয়তো এটাকে অক্ষমতা হিসেবে দেখবে, কিন্তু আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখব। এই চ্যালেঞ্জটা একটা উপহার কারণ এর থেকে বেরিয়ে আসার জন্য আমাকে আরও শক্তিশালী হতে হবে, এবং এটি কীভাবে ব্যবহার করতে হয় তা বুঝতে আরও বুদ্ধিমান হতে হবে; অন্যদের ভাগ্যবান হওয়া উচিত।”

Published on: মার্চ ২১, ২০২৫ at ১৭:০৭


শেয়ার করুন