Published on: নভে ২২, ২০২৪ at ২১:০৬
Reporter: Aniruddha Pal
এসপিটি নিউজ, কলকাতা, ১৮ নভেম্বর: রাত পোহালেই কলকাতায় শুরু হতে চলেছে শীতের মরশুমের প্রথম বড় পর্যটন মেলা। ভ্রমণ পিপাসু মানুষের কাছে বেড়ানোর খুঁটিনাটি জানার এ এক্ দারুন সুযোগ। এক জায়গায় বেড়ানোর সমস্ত কিছু পেয়ে যাবেন তারা। একাধিক ট্যুর অপারেটর থেকে শুরু করে বিভিন্ন ট্রাভেল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে হোটেলিয়ার্স, ট্রাভেল এজেন্টরা এই পর্যটন মেলায় অংশ নিতে চলেছে। এই পর্যটন মেলার নাম দেওয়া হয়েছে টিটিএম-কলকাতা ট্রাভেল মার্ট। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এই মেলার আয়জন করছে।
এই পর্যটন মেলার আয়োজকদের অন্যতম সৌগত সাহা জানান, “দি ট্যুরিজম সেণ্টারের উদ্যোগে এক পর্যটন মেলা অনুষ্ঠিত হতে চলেছে। আগামি ২৩, ২৪ ও ২৫ নভেম্বর নেতাজী ইন্ডোরের পাশে ক্ষুদীরাম অনুশীলন কেন্দ্রে এই মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মেলা সকাল ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে। এই ইভেন্টের নাম হচ্ছে কলকাতা ট্রাভেল মার্ট। এটি মূলতঃ ট্যুরিজম এক্সিবিশন। এখানে বিভিন্ন পর্যটন দফতর, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, হোটেলিয়ার্স, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন, হ্যান্ডিক্র্যাফটস তারা প্রত্যেকেই এই মেলায় অংশ নিচ্ছে। তিনদিন ধরে আমাদের এই ট্যুরিজম প্ল্যাটফর্মে থাকবে। প্রত্যেক ভ্রমণ পিপাসু মানুষ্কে আমন্ত্রণ জানানো হচ্ছে। এখানে কোনও প্রবেশ মূল্য নেই। এখান থেকে আপনারা বেড়ানোর সমস্ত ইনফর্মেশন নিতে পারবেন।“
এই ট্রাভেল মার্ট-এ প্রবেশের জন্য কোনও টিকিট কাটার প্রয়োজন নেই। সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করা যাবে। এই ট্রাভেল মার্ট চলবে সকাল ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। এটা কলকাতা ট্রাভেল মার্ট-এর ৩৫তম পর্যটন মেলা। তবে কলকাতায় এবার ছয় বছর পূরণ করবে।
ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একই ছাদের তলায় একদিকে যেমন থাকবে ট্রাভেল এজেন্টস, ট্যুর অপারেটর ঠিক তেমনই থাকছে একাধিক রাজ্য পর্যটন দফতর। দর্শকরা এখানে এসে খুঁজে নিতে পারেন নিজের গন্তব্যের জায়গা। একই সঙ্গে প্ল্যান করে নিতে পারেন এই শীতে তাদের ভ্রমণের নয়া গন্তব্যস্থল। এ এক সত্যি দারুন ব্যাপার।
শুদু ভ্রমণের জায়গাই নয়, পাশাপাশি এখানে এসে আপনি পেয়ে বযাবেন রাজ্যের শিল্পীদের বানানো সামগ্রীও। এছাড়াও এখানে এসে আকর্ষণীয় ডিস্কাউন্টের সাথে সরকারি ও বেসরকারি হোটেল এন্ড প্যাকেজ ট্যুর বুকিং। আর যারা অফবিট জায়গায় বেড়াতে যেতে পছন্দ করেন তারা পেয়ে যাবেন সেইসব জায়গার খোঁজ-খবরও।
এই ট্রাভেল মার্টে থাকছে সরকারি পর্যটন সংস্থাগুলিও। যাদের মধ্যে রয়েছে- ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়, গুজরাট ট্যুরিজম কর্পোরেশন, ঝাড়খণ্ড ট্যুরিজম, বিহার ট্যুরিজম, পুডুচেরি ট্যুরিজম, ত্রিপুরা ট্যুরিজম, সিকিম ট্যুরিজম, মেঘালয় ট্যুরিজম, বোরোল্যান্ড ট্যুরিজম। ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্য পেতে চলে আসুন কলকাতা ট্রাভেল মার্ট।
সাধারণতঃ কলকাতায় পর্যটন মেলা আয়োজিত হয়ে থাকে জুন থেকে আগস্ট মাসের মধ্যে। সেইসময় এই মেলাগুলি থেকে পুজোর মরশুমের ভ্রমণের ট্যুর প্ল্যান করে নেওয়া হয়। এবার শীতের মরশুমে ভ্রমণ সংক্রান্ত বিষয়ে সমস্ত তথ্য জানতে একবার ঘুরে যেতে পারেন এই পর্যটন মেলায়।
Published on: নভে ২২, ২০২৪ at ২১:০৬