ইসকন মায়াপুরে গীতা জয়ন্তীতে ঘোষণা, কুম্ভমেলায় ফ্রিতে ৪ লক্ষ গীতা দান

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

আগামী বছর থেকে গীতা জয়ন্তী পাঁচ দিনের পরিবর্তে সাত দিনের করা হবে

Published on: ডিসে ১২, ২০২৪ at ২৩:৪৩
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, মায়াপুর (নদিয়া), ১২ ডিসেম্বর: গতকাল শেষ হয়েছে ইসকন মায়াপুরে গীতা জয়ন্তী মহোৎসব। পাঁচ দিন ধরে চলা এই উৎসবে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় পাঁচ হাজার ভক্তের এক সাথে গীতা পাঠের শব্দব্রহ্ম উৎসব প্রাঙ্গনকে এক আধ্যাত্মিক আবহে পরিণত করেছিল। এই গীতা জয়ন্তীর উৎসবের প্রাঙ্গন থেকেই এবারের কুম্ভমেলায় চার লক্ষ গীতা বিনামূল্যে দান করার অঙ্গীকার করা হয়। আগামী বছর থেকে গীতা জয়ন্তী পাঁচ দিনের পরিবর্তে সাত দিনের করা হবে বলেও ঘোষণা করা হয়েছে কমিটির পক্ষ থেকে।

উৎসবের শেষ দিনে বুধবার ১১ ডিসেম্বর ২০২৪, ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান,  ইসকন মায়াপুরে গীতা জন্মজয়ন্তী পালন করা হচ্ছে ভক্তি বেদান্ত গীতা অ্যাকাদেমির ব্যবস্থাপনায়। এট ২৮ বছর ধরে চলছে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অমিত শক্তিশালী ধনুর্ধর অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশ দান করেছিলেন সেই গীতা আজ সমগ্র বিশ্বে জাতি, ধর্ম, বর্ণ, দেশ কাল পাত্রের ঊর্ধ্বে উঠে মানবজাতির  কল্যানে এটি প্রযোজ্য এবং সকলেরই গীতার এই জ্ঞানালোকে উদ্ভাসিত হয়ে ওঠা প্রয়োজন। সেই আবহেই গীতা এই আয়োজন। ভক্তিবেদান্ত অ্যাকাদেমির যে সমস্ত ছাত্র আছে তাদের মনোবল বৃদ্ধিও এবং নৈতিকতা বৃদ্ধির জন্য এইটি। সমগ্র বিশ্বে শান্তিযজ্ঞ করা হয়েছে।

গত ৭ ডিসেম্বর বিধিনিয়ম পালনের মধ্য দিয়ে সূচনা হয়েছিল। গতকাল বিশ্বশান্তি যজ্ঞ সেই সাথে গীতা পাঠের মধ্য দিয়ে সমাপ্ত হয় ২০২৪ সালের গীতা জন্মজয়ন্তী মহোৎসব অনুষ্ঠান। দিনের শুরুতে সহস্র কণ্ঠে গীতা পাঠ হয়। এরপর শুরু হয় বিশ্ব শান্তি যজ্ঞ। বলা হয়, এই দিনে শ্রীশ্রীরাধামাধব, পঞ্চতত্ত্ব, শ্রীনৃসিংহদেবের চরণে প্রার্থনা করি যে ভগবদ্গীতার বানী যেন সকলের হৃদয়ে প্রতিধ্বনিত হতে থাকে। এই ভগবদগীতার বানী বিশ্বের সকল দেশে প্রচার করতে সক্ষম হই। এরপরই ঘোষণা করা হয় যে সামনের বছর গীতাজন্মজয়ন্তী উতসব সাতদিন ধরে পালন করবে কমিটি। গীতা জয়ন্তীতে এই সাতদিন হবে গীতা আলোচনা। ভাদ্র পূর্ণিমাতে সাত দিন, কার্তিক মাসে সাতদিন ধরে চৈতন্যচরিতামৃত পাঠ করা হবে।

একই সঙ্গে এই অনুষ্ঠানকে যারা সফল করেছে তাদের ধন্যবাদ জানানো হয়।  সেই সঙ্গে প্রহ্লাদ সানডে স্কুলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। জুহু এবং চৌপাটি তারা সিদ্ধান্ত নিয়েছে তারা প্রতিদিন ১৫ থেকে ১৬ হাজার মানুষকে ফুল প্লেট প্রসাদ খাওয়াবে।

এরপর বলা হয় যে মায়াপুর এবং দিল্লির দায়িত্ব হল গ্রন্থ প্রচার করা। আমাদের ইন্ডিয়া কমটি ঠিক করেছে যে চার লক্ষ গীতা ফ্রিতে বিতরণ করা হবে এবার কুম্ভ মেলায়। আমরা তাদের হরিনাম সংকীর্তন করিয়ে প্রসাদ খাইয়ে গীতা দিয়ে ছাড়ব। আমরা মায়াপুর থেকে এক লক্ষ গীতা সংগ্রহ করব। গীতা ডিভিশন থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান নবদ্বীপ ধাম যাত্রার পরিকল্পনা। সেই সঙ্গে ঘোষণা করা হয় যে দুর্গা পুজোর ছুটিতে গীতা পাঠে অংশগ্রহণকারী সকলকে নিয়ে অযোধ্যা যা্ত্রার কথা।

Published on: ডিসে ১২, ২০২৪ at ২৩:৪৩


শেয়ার করুন