গঙ্গাসাগর মেলায় ইসকনের সেবা শিবির, থাকছেন ৩০জন বিদেশি ভক্ত

Main দেশ ধর্ম ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ৬, ২০২৪ at ১৮:৫০

এসপিটি নিউজ, কলকাতা, ৬ জানুয়ারি:  এবছর ১০ জানুয়ারি বুধবার থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা।প্রতিবারের মতো আবারও মহাতীর্থ গঙ্গাসাগরে সারা দেশ থেকে বহু তীর্থযাত্রী আসছেন। এমনকি, দেশের সীমানা ছাড়িয়ে বিদেশ থেকেও আসতে শুরু করেছেন বহু মানুষ। বিদেশ থেকে ইসকনের বহু সদস্য গঙ্গাসগর মেলায় সমবেত হয়েছেন। এই মেলা চলবে আগামী ১৬ জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত। মেলায় প্রতিবারের মতো এবারেও শিবির করেছে ইসকন।

মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় ইসকন গঙ্গাসাগর শাখা কেন্দ্র তীর্থযাত্রীদের জন্য সেবা শিবির করেছে। এটি হয়েছে গঙ্গাসাগর মেলার পাঁচ নম্বর হেলিপ্যাডের নিকটে, কে-২ বাস টার্মিনালের বিপরীত দিকে। ইসকন মায়াপুরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানিয়েছেন- এবছর আমাদের লক্ষ্যমাত্রা এক লক্ষ তীর্থযাত্রীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পেট ভরে প্রসাদ বিতরণ, চিকিৎসা শিবির ও বস্ত্র বিতরণ, এছাড়াও ৪ হাজার কপি গীতা দান সহ নানা পরিষেবা দেওয়া। প্রায় ৬০০ স্বেচ্ছাসেবক এই সেবা শিবিরে নিরলসভাবে দিন-রাত সেবায় নিযুক্ত থাকবেন। অস্থায়ী রাত্রিকালীন আশ্রয়ও দেওয়া হবে।

বিশ্বশান্তি ও বিশ্বভ্রাতৃত্ববোধ জাগরণের জন্য প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১তা এবং বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সমুদ্র সৈকতে মহা হরিণাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের ৩০জন বিদেশি ভক্ত এই হরিণাম সংকীর্তনে অংশগ্রহণ করবেন। গংগাসাগরে বিসেষ একটি যজ্ঞের আয়োজন করবে ১৩ থেকে ১৫ জানুয়ারি ২০২৪। এই তিন দিন ধরে বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যজ্ঞ অনুষ্ঠান চলবে। এই যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও ইসকনের সন্ন্যাসীরা।(ফাইল ছবি)

Published on: জানু ৬, ২০২৪ at ১৮:৫০


শেয়ার করুন