Published on: নভে ১৭, ২০২৪ at ১৯:২৯
এসপিটি নিউজ, কলকাতা, ১৭ নভেম্বর: আজ কলকাতায় রাজস্থান তথ্য কেন্দ্র পরিদর্শন করেন ভারতে ফিজির ডেপুটি হাইকমিশনার নীলেশ কে আর। দু দিনের সফরে তিনি কলকাতায় এসেছেন। কলকাতায় রাজস্থান সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিংলাজ দন রত্নু তাকে স্বাগত জানান।
রাজস্থান সরকারের আধিকারিক হিংলাজ দন রতনু এদিন ফিজির ডেপুটি হাই কমিশনারকে রাজস্থান ট্যুরিজমের সাহিত্য পত্রিকা সুজস ও পোশাক উপহার দিয়ে স্বাগত জানান। এই সময় সেখানে উপস্থিত ছিলেন কলকাতায় মাহেশ্বরী লাইব্রেরির চেয়ারম্যান বিশ্বনাথ চন্ডক, রাজস্থানে কলকাতা প্রবাসী শিল্পপতি অরুণ দায়মা, চুরু প্রবাসী রাজস্থানী শিল্পপতি রবি দায়মা, রাজস্থান পরিকা কলকাতা সংস্করণের আবাসিক সম্পাদক বিনীত শর্মা সহ আরও বিশিষ্ট ব্যক্তি।
এদিন রাজস্থান অফিসে এসে ফিজির ডেপুটি হাইকমিশনার নীলেশ কে আর ফিজির সঙ্গে ভারতের সুসম্পর্কের কথা তুলে ধরেন। তিবনি বলেন ভারতের সঙ্গে ফিজির এক নিবিঢ় যোগাযোগ আছে। ভারতের কাছ থেকে ফিজি বরাবর সহায়তা পেয়ে আসছে। দুই দেশের মধ্যে এক পৈতৃক সম্পর্ক আছে বলেও জানান ভারতে ফিজির ডেপুটি হাইকমিশনার নীলেশ কে আর।
Published on: নভে ১৭, ২০২৪ at ১৯:২৯