মেদিনীপুরে আগামিকাল মমতার সভা ঘিরে চড়ছে পারদ, নেত্রীর পোস্টারে ছয়লাপ গোটা শহর

Main রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ৬, ২০২০ @ ১৮:৩১

এসপিটি নিউজ, মেদিনীপুর, ৬ ডিসেম্বর: তৃণমূল কংগ্রেসের ভিতর বর্তমান রাজনৈতিক অবস্থার মধ্যেই মেদিনীপুর শহরে সভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সভা ঘিরে ইতিমধ্যেই শহরে সর্বত্র মুখ্যমন্ত্রীর পোস্টারে ছেয়ে গেছে। এই সভা এমন একটা সময় হতে চলেছে যখন দুই মেদিনীপুর সহ গোটা জঙ্গলমহলে তৃণমূলের একটা অংশ শুভেন্দু অধিকারীর পক্ষে দাঁড়িয়ে ‘আমরা দাদার অনুগামী’ বলে পোস্টার দিয়েছে। এই পরিস্থিতিতে আগামিকাল মমতার সভার গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। চড়তে শুরু করেছে রাজনৈতিক পারদও।

ইতিমধ্যে আগামিকালের মমতা জনসভায় যোগ দেওয়ার জন্য দুই মেদিনীপুরের সব বিধায়কদের যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে।রাজনৈতিক মহলের নজরও থাকবে আগামিকালের এই জনসভার দিকে। সবাই তাকিয়ে আছে- ওই জনসভায় মমতা কি বলেন সেইদিকে।

এরই মধ্যে দেখা গেছে মমতা পুখে দেওয়া পোস্টারগুলি। যেখানে কোথাও লেখা আছে- ‘মমতার সাথে মেদিনীপুর’, ‘দিদির সঙ্গে মেদিনীপুর’, ‘একুশেও মমতা’, ‘মা তুমি আছো তাই, নিশ্চিন্তে আছি আমরা সবাই’। এমন অনেক পোস্টারে ছয়লাপ মেদিনীপুর শহরের রাস্তা-ঘাট।

তবে যেদিকে সকলের নজর থাকবে সেই ছবি হয়তো অনেকটাই ফিকে হতে পারে। সম্ভবত, কালকের এই জনসভায় অধিকারী পরিবারের কেউ থাকবে না। কারণ, শিশির অধিকারী অসুস্থ থাকায় তিনি বাড়িতেই রয়েছেন। আর সাংসদ দিব্যেন্দু অধিকারী এখন আছেন দিল্লিতে।তারা যদি সত্যিই কেউ হাজির না থাকেন সেক্ষেত্রে এই জনসভার তাৎপর্য কোথাও যাবে তা শুধুমাত্র কালকের সভার পরই হয়তো জানা যাবে।

Published on: ডিসে ৬, ২০২০ @ ১৮:৩১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

94 − = 88