এসপিটি নিউজ, কলকাতা, ৫ ফেব্রুয়ারি: আগের খবর অনুযায়ী আজকের বিশেষ খবর এই যে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এখনো ধরনায় বসে রয়েছে। দুঃখের বিষয় এখনো পর্যন্ত এন পি এ নিয়ে যে সমস্যা তার সমাধান হয়ে ওঠেনি। সোমবার ৫ ফেব্রুয়ারি টিচার্স ফোরামের অবস্থান বিক্ষোভের ২৬ তম দিনে পড়েছে । বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের উদাসীনতা শিক্ষকরা মেনে নিতে পারছেন না। বারবার আলোচনা করা সত্ত্বেও অন্যায় ভাবে শিক্ষকদের এন পি এ (NPA) কেটে নেওয়া এবং সেই সঙ্গে বেতন কমে যাওয়ার জন্য শিক্ষকরা ২৬ দিন ধরে লাগাতার অবস্থান বিক্ষোভ করে চলেছেন। তাই ৫ ফেব্রুয়ারি সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে আলোচনা সত্ত্বেও কোন সূরাহা না মেলায় তারা সারা রাত জেগে অবস্থান বিক্ষোভ করার সিদ্ধান্ত নেয়। সেই মতো এদিন রাত ১১টাতেও বিস্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অফিসেই শিক্ষকদের ধরনা অবস্থান অব্যাহত রয়েছে।
বিক্ষোভরত শিক্ষকদের অভিযোগ, আগামী দিনে এই বিষয়টির নিষ্পত্তি না হলে তারা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কাজ থেকে নিজেদের বিরত রাখার কথা ঘোষণা করেছে। অপরদিকে বিশিষ্ট সূত্রে খবর অন্যায় ভাবে এ. আর. ডি. (ARD) কোনরূপ নির্দেশিকা ছাড়া বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপকের কুড়ি হাজার (20000/-)টাকা করে বেতন বৃদ্ধি হয়েছে।তার মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামও উঠে আসছে। বিশেষ সূত্রের খবর বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের সঙ্গে কিছু স্বার্থান্বেষী শিক্ষক মিলিতভাবে এই অরাজকতা চালিয়ে যাচ্ছে। টিচার্স ফোরামের শিক্ষকরা অর্থাৎ অধ্যাপকরা তারা তাদের ঘোষণা মতো যতদিন না এই অচলাবস্থার আসু সমাধান হচ্ছে ততদিন এই আন্দোলনে তারা চালিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের গাফিলতি -তে শিক্ষকদের এই NPA র জটিলতা বলে তাদের অভিযোগ ।
এই NPA ২০০৮ সাল থেকে সকল শিক্ষকরা পেয়ে এসেছিল হঠাৎ কি কারণে এটা বন্ধ হয়ে গেল, তার কোন সদুত্তর আধিকারিকদের কাছে নেই। এই ভাবে নানান অছিলায় ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সকল আধিকারিক। আজকে ২৬ দিন লাগাতার ধর্মঘট অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার পরও এই কর্তৃপক্ষ কোনও হেলদোল না থাকায় আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের পরিষেবা কি হতে চলেছে তার কোন উত্তর মেলেনি। আজ সোমবার সপ্তাহের প্রথম দিন প্রথম দিনের শুরুতেই বেলগাছিয়ায় ক্লিনিক্সের প্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বেশিরভাগ অধ্যাপকরা তারা তাদের আগাম ঘোষণা অনুযায়ী কর্ম বিরতি পালন করছে।
Read More News
বেতন কমার প্রতিবাদে ধরনায় প.ব প্রাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা
বিশেষ সূত্র অনুসারে খবর বিশ্ববিদ্যালয়ের অধিকারিক চাইলেই প্রাণী সম্পদ দফতরের সাথে কথা বলে এবং অর্থ দফতরের সাথে যোগাযোগ করে এই উদ্ভূত পরিস্থিতির সমাধান খুব সহজেই করতে পারে। কিন্তু কোন অদৃশ্য কারণে কোনও আধিকারিক সেদিকে পা বাড়াচ্ছেন না তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ARD ডিপার্টমেন্টের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছাড়া, পশ্চিমবঙ্গে সকল প্রাণী চিকিৎসকরা এই এনপিএ পাচ্ছে । সেটা তাদের বেসিক এর সঙ্গে যুক্ত হওয়ার পর তারা অন্যান্য যে মূল বেতন সেটা পাচ্ছে (Basic Pay + NPA) এর ওপর DA calculation হয়। কেবলমাত্র পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় শিক্ষকরা তারা এটি পাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে এখনও পর্যন্তে এ বিষয়ে কোনও বিবৃতি পাওয়া যায়নি।বিষয়টি নিয়ে তাঁর নীরবতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হতবাক করে দিয়েছে।