দশম কন্যাশ্রী দিবসে মধ্যমগ্রাম ও নিউ বারাকপুরের ছাত্রীদের সাইকেল র‍্যালি

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ১৯, ২০২৩ @ ১৬:০৯

এসপিটি নিউজ: গত ১৪ আগস্ট পশ্চিমবঙ্গের সব কটি জেলায় অনুষ্ঠিত হল দশম কন্যাশ্রী দিবস। উত্তর ২৪ পগনা জেলায় মধ্যমগ্রাম ও নববারাকপুর পুরসভার বিদ্যালয়গুলি দিনটি আনুষ্ঠানিকভাবে উদযাপন করেছে। নিউ বারাকপুর কলোনী উচ্চ বালিকা বিদ্যালয় ও মধ্যমগ্রামে গঙ্গানগর বিহারীলাল ঘোষ বিদ্যাপীঠের ছাত্রীরা সাইকেল র‍্যালি করে কন্যাশ্রীর বার্তা ছড়িয়ে দেন।

মধ্যমগ্রাম পুরসভার পুরপ্রধান নিমাই ঘোষ জানিয়েছেন, এবছর মধ্যমগ্রাম পুর এলাকায় স্কুলগুলি কন্যাশ্রী দিবস পালন করেছে।গঙ্গানগর বিহারীলাল ঘোষ বিদ্যাপীঠের ছাত্রীরা সাইকেল র‍্যালির মাধ্যমে কন্যাশ্রীর বার্তা ছড়িয়ে দিয়েছে। তাদের পাশে থেকে সহযোগিতা করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।মধ্যমগ্রামের পুপ্রধান নিমাই ঘোষ আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পের মধ্যে কণ্যাশ্রী অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ছত্রীরা উপকৃত হচ্ছেন। কন্যাশ্রী দিবসে ছাত্রীরা তা উৎসাহের সঙ্গে সাইকেল র‍্যালি করে সেই বার্তা ছড়িয়ে দিয়েছেন।

মধ্যমগ্রামের পাশাপাশি নিউ বারাকপুর কলোনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরাও গত ১৪ আগস্ট সাইকেল র‍্যালি বের করেন। বিদ্যালয়ের একশো জন ছাত্রী প্ল্যাকার্ড নিয়ে এই র‍্যালিতে অংশ নেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ বিশ্বাস বলেছেন- পাশাপাশি বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীর পড়ুয়ারা বসে আঁকো এবং তাৎক্ষণিক প্রতিযোগিতা সহ নানা বিধ সচেতনতা মূলক কর্মসূচি পালন করে এদিন।মেয়েরা ভীষণ উদ্দীপনার সাথে দিনটি পালন করে।কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পেয়ে মেয়েরা ভীষন উপকৃত।এটা দরকার ছিল বলে নিজের মত প্রকাশ করেন প্রধান শিক্ষিকা।

কন্যাশ্রী প্রকল্প সারা বিশ্ব বন্দিত। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতেই কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গোটা বাংলার লাখ লাখ মেয়েরা এই প্রকল্পের সুযোগ পান। সারা রাজ্যে ১৪ অগাস্ট কন্যাশ্রী দিবস হিসেবে পালিত হয়৷ ২০১৩ সালে শুরু হয় এই প্রকল্প, সরকারি হিসেব বলছে এখনও পর্যন্ত প্রায় ৮০ লাখ মেয়ে এই প্রকল্পের অধীনে সুবিধা পেয়েছে।এই প্রকল্প তার নক্সা ও সুশাসনের বৈশিষ্ট্যের জন্য একাধিক জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।

২০১৭ সালের জুন মাসে, রাষ্ট্রসংঘ তাদের সর্বোচ্চ জনসেবা পুরস্কারে সম্মানিত করে কন্যাশ্রীকে।৬২ টি দেশের মধ্যে ৫৫২ টি সোশ্যাল সেক্টর স্কিমগুলির মধ্যে সেরা পুরস্কার পায় কন্যাশ্রী।এছাড়াও একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে স্বীকৃত হয়েছে এই প্রকল্পটি।

Published on: আগ ১৯, ২০২৩ @ ১৬:০৯


শেয়ার করুন