টাফি’র জাতীয় কমিটির সদস্য হলেন পূর্ব ভারত থেকে অনিল পাঞ্জাবি

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

 Published on: সেপ্টে ২, ২০২৩ @ ২৩:৫৬
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২ সেপ্টেম্বর: স্থির হয়েছিল কিছুদিন আগেই।আনুষ্ঠানিকভাবে কার্যকর হল আজ। ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র জাতীয় কমিটির সদস্য হলেন অনিল পাঞ্জাবি।এর ফলে দায়িত্ব আরও বেড়ে গেল।জাতীয় কমিটিতে রয়েছেন মোট ন’জন।এদিনের বিশেষ সভায় উপস্থিত ছিলেন টাফি’র সভাপতি অজয় প্রকাশ, জাতীয় সাধারণ সম্পাদক আব্বাস মোইজ, কোষাধ্যক্ষ হিতাঙ্ক শাহ, যুগ্ম কোষাধ্যক্ষ ললিত জৈন সহ অন্যান্যরা।

শনিবার সকালেই মুম্বই চলে যান অনিল পাঞ্জাবি। কলকাতায় এআর-ইএস-এর কর্ণধার অনিল দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে টাফি’র সঙ্গে যুক্ত রয়েছেন।পূর্ব ভারতের চেয়ারম্যান হিসাবে তিনি টাফি’কে পরিচিত করেছেন। একই সঙ্গে অসামরিক বিমান পরিবহনের সঙ্গে যোগাযোগ রেখে তিনি দারুন কাজও করেছেন। ভারতের সমস্ত এয়ারলাইন্স কোম্পানির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে একাধিক কোম্পানির সঙ্গেও তার যোগাযোগ পূর্ব ভারতে টাফি’কে সাংগঠনিকভাবে এগিয়ে যেতে সাহায্য করেছে।

গত ২৯ আগস্ট কলকাতায় একটি অনুষ্ঠানেই অনিল পাঞ্জাবি পূর্ব ভারতের নয়া চেয়ারম্যান, সেক্রেটারি ও কোষাধ্যক্ষের নাম ঘোষণা করেন। তিনি জানান, কিছুদিন আগেই তাকে জানানো হয় যে জাতীয় কমিটিতে তার অন্তর্ভুক্তির কথা। তখনই তাকে পূর্ব ভারতের কমিটিতে পুনর্বিন্যাস ঘটানোর নির্দেশ দেওয়া হয়েছিল। সেইমতো এটি করতে হয়। আসলে টাফি’র জাতীয় কমিটিতে নির্বাচন হওয়ার কথা আছে। জাতীয় কমিটি গঠন করা হচ্ছে। তাকে জাতীয় কমিটিতে নেওয়া হয়েছে। এটা খুবই বড় প্রাপ্তি। কাজের অনেক বড় ক্ষেত্র পাওয়া গেল।জানান তিনি।

টাফি’কে নিজের পরিবারের মতো দেখে এসেছেন অনিল পাঞ্জাবি। কলকাতায় ইন্টারন্যাশনাল ট্যুরিজম বোর্ডের যে কোনও ইভেন্ট থাকলেই সেখানে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রিত থেকেছেন টাফি’র পূর্ব ভারতের চেয়ারম্যান হিসাবে। ভ্রমণ-পর্যটন কিংবা অসামরিক বিমান পরিবহনের যে কোনও ইভেন্টেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে পূর্ব ভারতের এই ট্রাভেল আইকনকে। অবশেষে টাফির জাতীয় কমিটির সদস্য হিসাবে তাকে অন্তর্ভুক্ত করে অ্যাসোসিয়েশন তার গুরুত্ব আরও বাড়িয়ে দিল। অনিল পাঞ্জাবি জানান, এখন কাজের সুযোগ অনেকটাই বেড়ে গেল। আগের থেকে ট্যুরিজম কিংবা অ্যাভিয়েশনের কাজ অনেক ভালভাবে করা যাবে।

Published on: সেপ্টে ২, ২০২৩ @ ২৩:৫৬


শেয়ার করুন