প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের দেহরক্ষী গ্রেফতার

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল

Published on: ডিসে ২২, ২০১৮ @ ২৩:৫৪

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২২ ডিসেম্বরঃ দেহরক্ষী গ্রেফতার হতেই প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষের খোঁজ মেলা অনেক সহজ হয়ে গেল বলে মনে করছে সিআইডি। শুক্রবার ভোরে দিল্লির মালব্য নগরের একটি বাড়ি থেকে ভারতী ঘোষের দেহরক্ষী সুজিত মণ্ডলকে গ্রেফতার করে সিআইডি।

এরপর তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় ভবানীভবনে নিয়ে আসা হয়েছে। সোমবার তাকে ঘাটাল আদালতে তোলা হতে পারে বলে মনে করা হচ্ছে। সিআইডি মনে করছে এরপর ধৃত সুজিত মণ্ডলকে জেরা করে ভারতী ঘোষের খোঁজ পাওয়া সহজ হয়ে গেল।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, দাসপুরে দায়ের হওয়া দুটি, খড়্গপুরে একটি তোলাবাজি ও ছিনতাই মামলায় অভিযুক্ত ছিল সুজিত। পাশাপাশি কোতয়ালি থানায় সিআইডি-র দায়ের করা হিসাব বহির্ভূত সম্পত্তির মামলায় অভিযুক্ত ছিল একদা ভারতী ঘোষের দেহরক্ষী সুজিত।

গত অক্টোবর মাসে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর থেকে সে পলাতক ছিল। দীর্ঘ দু’মাস ধরে দিল্লির একটি বাড়িতে সে ভাড়া ছিল। গোপন সূত্রে এই খবর সিআইডির কাছে আসার পর থেকে তারা বাড়িটির উপর নজর রেখে চলছিল। অবশেষে তাদের অনুমান সত্যি হয়। শুক্রবারই গ্রেফতার করে সুজিত মন্ডলকে।

Published on: ডিসে ২২, ২০১৮ @ ২৩:৫৪

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 2