তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে জঙ্গলমহলে ৩০টি মাও পোস্টার-উদ্ধার করল পুলিশ

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা- বাপ্পা মন্ডল                                      ছবি-বাপন ঘোষ

Published on: ডিসে ২২, ২০১৮ @ ২৩:৪২

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২২ ডিসেম্বরঃ জঙ্গলমহলে ফের মাও পোস্টার ঘিরে পুলিশ প্রশাসনের চিন্তা বাড়ল।শনিবার রাতেই পশ্চিম মেদিনীপুর জেলার গুড়গুড়িপাল থানার মনিদহ অঞ্চলের ঘাগড়াশোল গ্রামের মুড়াকাটার জঙ্গলে মোরাম রাস্তার ধারে উদ্ধার হয় পোস্টারগুলি।

উদ্ধার হওয়া পোস্টারগুলিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও তার দলীয় বিধায়ক নেতাদের হুঁশিয়ারি দিয়ে লাল কালিতে লেখা হয়েছে।

কোনওটাতে লেখা হয়েছে-

“চোর তৃণমূল নেতারা হুঁশিয়ার”, “১০০ দিনের কাজের টাকা চুরি করছ কেন পঞ্চায়েত প্রধান জবাব দাও”, “আদিবাসীদের কোনও উন্নয়ন করা হয়নি কেন বিধায়ক সুকুমার হাঁসদা জবাব দাও”, “মদখোর বিধায়ক মৃগেন মাইতি হুশিয়ার”, “একের পর এক মহিলাকে ধর্ষণ করা হচ্ছে কেন টিএমসি নেতা মন্ত্রীরা জবাব দাও”, “ছত্রধর মাহাতকে ছাড়তে হবে সিআরপিএফ ক্যাম্প তুলতে হবে”-এমন একাধিক পোস্টার উদ্ধার করেছে পুলিশ। প্রতিটি পোস্টারের নীচে লেখা আছে সিপিআই মাওবাদী।

এখন প্রশ্ন-এই পোস্টারগুলিকে সত্যিই মাওবাদীদের দেওয়া নাকি মাওবাদীদের নাম করে অন্য কেউ এধরনের পোস্টার ছড়িয়ে জঙ্গলমহলে আতঙ্ক ছড়াতে চাইছে। পুলিশ এসব দিক খতিয়ে দেখা শুরু করেছে।

Published on: ডিসে ২২, ২০১৮ @ ২৩:৪২

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 4 =