থাই এয়ারওয়েজ ব্যাঙ্কক-কলকাতা উড়ান পরিষেবা ফের চালু করল

Main দেশ বিদেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ২৮, ২০২২ @ ১৭:৪১

এসপিটি নিউজ, কলকাতা, ২৮ অক্টোবর: কলকাতা থেকে ব্যাঙ্কক আবার সরাসরি উড়ান পরিষেবা চালু করার কথা ঘোষণা করল থাই এয়ারওয়েজ। করোনার সময় এই পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপর যদিও কলকাতার সঙ্গে ব্যাঙ্ককের যোগাযোগের জন্য থাই স্মাইল উড়ান পরিষেবা অব্যাহত রাখে।তবে বর্তমানে পরিস্থিতি বিচার বিবেচনা করে থাই এয়ারোয়েজ ফের তাদের পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে।

গত ২৬ অক্টোবর থাই এয়ারওয়েজ জানিয়ে দেয় যে তারা ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে কলকাতা এবং ব্যাঙ্ককের মধ্যে প্রতিদিনের ফ্লাইটগুলি পুনরায় চালু করবে৷ বিক্রির জন্য ভাড়া ইতিমধ্যেই জিডিএস-এ লোড করা হয়েছে৷ এজন্য তারা তাদের এয়ার টিকিট এজেন্টদের এই ঘোষণার কথা সকলকে জানিয়ে দিতে বলেছে।

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া’র চেয়ারম্যান(পূর্ব ভারত) অনিল পাঞ্জাবি এসপিটি-কে জানিয়েছেন- এটা খুব ভাল খবর।থাইল্যান্ডে কলকাতা থেকে বহু মানুষ যাতায়াত করে। কোভিডের পর আবার তা বেড়েছে। এতদিন থাই এয়ারওয়েজ বন্ধ থাকার ফলে যাত্রীদের স্পাইসজেট, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া কিংবা থাই স্মাইল-এ ভ্রমণ করতে হচ্ছিল। থাই এয়ার ওয়েজ চালু হতেই ব্যাঙ্কক ভ্রমণে গতি এল নিঃসন্দেহে।

Published on: অক্টো ২৮, ২০২২ @ ১৭:৪১


শেয়ার করুন