এবারের আইপিএল-এ হায়দরাবাদ দলে ওয়ার্নারকে সরিয়ে কাকে অধিনায়ক করা হল জানেন

খেলা দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ২৯, ২০১৮ @ ১৫:০০

এসপিটি স্পোর্টস ডেস্কঃ স্টিভ স্মিথের পর ডেভিড ওয়ার্নার।একে একে সবাই বাদ হয়ে গেল। বল বিকৃতির মামলায় এই দুই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের এক বছরের নির্বাসনের সাজা ঘোষণা হতেই আইপিএল-এ অধিনায়কের পদ থেকেও এদের নাম বাদ হয়ে গেল। স্মিথকে আগেই বাদ দিয়েছিল রাজস্থান রয়্যালস। এবার সেই তালিকায় যুক্ত হল ওয়ার্নারের নামও। তিনি ছিলেন এবারের আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক।

এবার হায়দরাবাদের দলে বেশ কয়েকজন তারকা খেলোয়াড় আছে।যাদের মধ্যে উল্লেখযোগ্য ভারতীয় দলের ওপেনার শিখর ধাওয়ান। আছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। আছে বাংলাদেশের অধিনায়ক সাকিব-আল হাসান।

ওয়ার্নারের সরে যাওয়ার পর অধিনায়কের দৌড়ে এই নামগুলি ঘোরাফেরা করছিল। অনেকেই মনে করেছিল এবার হয়তো অধিনয়কের শিকে ছিঁড়তে পারে শিখর ধাওয়ানের ভাগ্যে। উঠছিল বাংলাদেশি সাকিবের নামও। কিন্তু যেখানে কেনের মতো আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠিত একজন অধিনায়ক টিমে আছে সেখানে শিখর কিংবা সাকিবরা যে পিছনেই পড়ে থাকবে এতে আর আশ্চর্যের কি আছে! তাই হল।

হ্যাঁ, হায়দরাবাদ তাদের চলতি মরশুমে ওয়ার্নারের জায়গায় অধিনয়ক হিসেবে কেন উইলিয়ামসনকেই বেছে নিল। একই সঙ্গে এবারের আইপিএল-এ সমস্ত দলে ভারতীয় অধিনায়ক হওয়া আর হল না। শুধুমাত্র হায়দরাবাদ দলে কেনের অধিনায়ক হয়ে যাওয়ার ফলে।

Published on: মার্চ ২৯, ২০১৮ @ ১৫:০০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

81 − 75 =