
অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর :উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে প্রস্তাবিত মেডিক্যাল কলেজের নির্মান কাজ, জেলা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ও পরিসেবা খতিয়ে দেখলেন রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণের প্রিন্সিপাল সেক্রেটারি অনিল ভার্মা। বৃহস্পতিবার সকালে জেলাশাসক আয়েষা রাণী আহমেদ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলার স্বাস্থ্য দপ্তরের গুরুত্বপূর্ণ আধিকারিকদের সঙ্গে নিয়ে আব্দুলঘাটায় নির্মানকাজ খতিয়ে দেখেন তিনি। এরপর জেলা হাসপাতালের পরিসেবাও খতিয়ে দেখেন অনিল বাবু। এরপর হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে বৈঠক করেন তিনি। অতিশীঘ্র হাসপাতালে উন্নত পরিসেবা চালু করে সবকটি বিভাগ চালু করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।