৩০ বছর বাদে গুজরাটের জঙ্গলে দেখা গেল বাঘ

দেশ বন্যপ্রাণ
শেয়ার করুন

Published on: ফেব্রু ১২, ২০১৯ @ ২২:৪৯

এসপিটি নিউজ ডেস্কঃ এশিয়ায় সিংহের একমাত্র আবাসস্থল গুজরাটে এবার দেখে মিলল বাঘের। সরকার মনে করছে বাঘটি রাজস্থান, মধ্যপ্রদেশ অথবা মহারাষ্ট্র থেকে এসেছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এই বার্তা পেয়েই বন বিভাগ জঙ্গলে নাইট ভিশন ক্যামেরা লাগিয়েছে, যার মাধ্যমে মহসাগর ডাঙ্গ-এর জঙ্গলে বাঘটিকে ঘোরাফেরা করতে দেখা গেছে।এমনই খবর প্রকাশিত হয়েছে একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকের অন লাইন সংস্করণে।

গুজরাটে পাঁচ দশক আগে বাঘ দেখা যেত। কিন্তু অবৈধ শিকারের দাপটে বাঘ এখান থেকে লুপ্ত হয়ে যায়। শেষবার ১৯৮৯ সালে গুজরাটে বাঘটিকে দেখা গেছিল। গুজরাটের বনমন্ত্রী গণপত সিং ওয়াসায়া জানিয়েছেন-“বাঘের খবর পাওয়ার পর থেকেই বনবিভাগ ২০০জনকে নিয়ে পাঁচটি দল গঠন করেছে। যারা জঙ্গলে ঢুকে বাঘের খোঁজে তল্লাশি চালাবে। এরপর মহিসাগর এবং ডাঙ্গের জঙ্গলে সিসিটিভি লাগানো হয়েছে। সেখানেও গদ রোডের পাশে বাঘটিকে দেখা গেছে। বনমন্ত্রী আরও জানিয়েছেন, তারা ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটির সঙ্গে যোগাযোগ করেছেন। যা থেকে তারা জানতে পারে যে বাঘটি রাজস্থান না মধ্যপ্রদেশ না মহারাষ্ট্র থেকে কোথা থেকে এসেছে।

বনমন্ত্রী আর ও জানান, এটা গুজরাটের পক্ষে খুশির খবর যে এখানে সিংহের পর এবার বাঘও রাজ্যের সঙ্গী হল। তিনি আরও জানান, বনপ্রেমী এভং পশুপ্রেমীদের সঙ্গেও তারা কথা বলে জানবেন যে এখানকার জঙ্গলের পরিবেশ বাঘের চলাফেরার পক্ষে উপযুক্ত কিনা। ১৯৮৯ সালে শেষ বার গুজরাটে বাঘ দেখা গেছিল। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং গুজরাট বাঘের ন্যাশনাল করিডর। এজন্য প্রতিবেশী রাজ্যগুলি থেকে বাঘের ব্যাপারে আরও কিছু তথ্য নেওয়া হবে যা দেখে বাঘটির পরিচয় মিলবে সে কোন রাজ্যের।

হিন্দি সংবাদ মাধ্যমটি লিখছে যে কিছুদিন আগে এক শিক্ষক রাজ্যের বন কর্তদের কাছে মহিসাগরের জঙ্গলে বাঘের কথা জানিয়েছিল। এরপর বাঘটির পায়ের চিহ্ন, মল, গাছের ছালে তার ছাপ দেখে বাঘের অস্তিত্ব পরিষ্কার হয়ে যায়। কয়েকজন বনকর্মী তো বাঘটি স্বচক্ষে দেখেছে বলেও জানা গেছে। ১১ ফেব্রুয়ারি বাঘটিকে জঙ্গলে ঘুরতে দেখা গেছে যা ধরা পড়েছে বন দফতরের ক্যামেরায়। বাঘটির বয়স আনুমানিক সাত থেকে আট বছর বলে তারা জানিয়েছে।

Published on: ফেব্রু ১২, ২০১৯ @ ২২:৪৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

37 − = 28