ভারতরত্ন সম্মান গ্রহণ না করার সিদ্ধান্ত নিল ভূপেন হাজারিকার পরিবার

Main দেশ
শেয়ার করুন

Published on: ফেব্রু ১১, ২০১৯ @ ২৩:৫২

এসপিটি নিউজ ডেস্কঃ সুধাকণ্ঠ ভূপেন হাজারিকাকে মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রদান করে ভারত সরকার। কিন্তু সেই সম্মান তাঁর পরিবার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। আসামের জনপ্রিয় দৈনিক সংবাদপত্র অসমীয়া প্রতিদিনকে এক সাক্ষাৎকারে সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার ছেলে তেজ হাজারিকা জানিয়েছেন- “আসামে নাগরক্ত্ব বিলের প্রতিবাদ হচ্ছে। আর সেই সময় তাঁর বাবাকে মরণোত্তর ভারতরত্ন সম্মান প্রদানের কথা ঘোষণা করা হয়েছে। বাবা জীবিত থাকলে এই সম্মান গ্রহণ করতেন না। তাই আমরাও সিদ্ধান্ত নিয়েছি নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ জানাতে এই সম্মান আমরা গ্রহণ করব না।”

তেজ হাজারিকা আরও জানিয়েছেন-“আসামের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে আমি খোঁজ নিয়েছি। সর্বত্র নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদ হচ্ছে। আসামের মানুষ এর প্রতিবাদে সরব হয়েছে। সেক্ষেত্রে বাবা জীবিত থাকলে হয়তো তিনিও এই সম্মান গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করতেন না।তাই এক্ষেত্রে সুধাকণ্ঠর পুত্র হিসেবে এই ভারতরত্ন সম্মান গ্রহণ করলে তা হবে পরিপন্থী। সেজন্য আমরা এই সম্মান গ্রহণ না করার সিদ্ধান্ত নিলাম।”

তিনি আরও বলেন-“আমার বিবেক বলছে এমন সময়ে এই সম্মান গ্রহণ করা উচিত হবে না।” তবে এই ঘটনার পিছনে অনেকে আরও একটি বিষয়কে খাড়া করতে চাইছে। তা হল গত ৯ ফেব্রুয়ারি আসাম ভ্রমণের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি কথা বলেন- “সুধাকণ্ঠকে ১০ বছর অপেক্ষা করতে হল ভারত্রত্ন পেতে। এই বিষয় উত্থাপন করতেই সুধাকণ্ঠ পুত্র তেজ বলেন-“জীবিত অবস্থায় তাঁকে ভারতরত্ন প্রদান করা হলে তিনিও সম্মানিত হতেন। কিন্তু নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ চলার মাঝে আসামের মানুষের হৃদস্পন্দন স্বরূপ সুধাকণ্ঠকে প্রদান করা ভারতরত্ন গ্রহণ করলে তা নিয়ে ব্যাপক চর্চা হত।তাই এই সিদ্ধান্ত।”

Published on: ফেব্রু ১১, ২০১৯ @ ২৩:৫২

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 24 = 33