২০১৮ ফিফা বিশ্বকাপঃ দেখতে বসার আগে জেনে রাখুন গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুন ১২, ২০১৮ @ ১১:২৮

এসপিটি স্পোর্টস ডেস্কঃ কাল বাদে পরশু শুরু হতে চলেছে ফুটবলের মহারন। ফুটবল বিশ্বকাপ নিয়ে শুরু হয়ে গেছে মাতামাতি। সবার মুখে মুখে ঘুরছে গুটি কয়েক ফুটবলারের নাম-মেসি, নেইমার, রোনাল্ডো। কিন্তু এর বাইরেও এমন অনেক খেলোয়াড় কিন্তু নিজেদের বিশ্বকাপের জন্য তৈরি রেখেছে। বিশ্বকাপে তারা এই তিন তারকাকে ছাপিয়ে যেতে পারে কিনা সেটাই দেখে। তবে বিশ্বকাপ দেখার আগে এর সম্পর্কে খুঁটিনাটি বিষয় তো জেনে রাখা দরকার। সংবাদ প্রভাকর টাইমস সেই তথ্যগুলি তুলে ধরল পাঠকদের উদ্দেশ্যে।তাহলে আসুন একবার চোখ বুলিয়ে নেওয়া যাক-

১) রাশিয়ায় এবার ১২টি স্টেডিয়ামে বিশ্বকাপের খেলাগুলি হবে।

২) ১১টি শহরে বসতে চলেছে বিশ্বকাপের আসর।

৩) প্রতিটি শহরে ১৫ হাজার করে ফান জোন রাখা হয়েছে।

৪) ফিফা বিশ্ব রাঙ্কিং অনুযায়ী বিশ্বের প্রথম ৫টি দেশ যথাক্রমে-১)জার্মানি, ২)ব্রাজিল, ৩)বেলজিয়াম, ৪)পর্তুগাল ও ৫) আর্জেন্টিনা

৫) বিশ্বকাপের ট্রফি ৪,৯২৭ গ্রাম সোনা দিয়ে মোড়া।

৬) বিশ্বকাপের ট্রফিটির মোট ওজন ৬,১৭৫ গ্রাম।

৭) বিশ্বকাপ জয়ীর প্রাইজ মুল্য ৩৮মিলিয়ন ডলার।

৮) এবারের বিশ্বকাপে দুটি দেশের অভিষেক হতে চলেছে-১)আইসল্যান্ড ও ২)পানামা

৯) প্রতিযোগিতায় মোট ৬৪টি ম্যাচ হবে।

১০) ৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে।

১১) এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি খেলোয়াড় খেলছে ম্যাঞ্চেস্টার সিটি ক্লাবের-মোট ১৭জন।

১২) বিশ্বকাপের ইতিহাসে মোট গোল হয়েছে এ পর্যন্ত ২,৩৭৯।

১৩) রাশিয়ার মোট জংসংখ্যা ১৪৪ মিলিয়ন।

১৪) ৫২ বছর আগে ১৯৬৬সালে ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছিল।

১৫) গত ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল জার্মানি।

Published on: জুন ১২, ২০১৮ @ ১১:২৮

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 − 27 =