পুলওয়ামা জঙ্গি হানায় শহীদ ভারতের বীর সন্তানদের সংবাদ প্রভাকর টাইমসের শ্রদ্ধা

Main দেশ প্রতিরক্ষা
শেয়ার করুন

Published on: ফেব্রু ১৪, ২০২১ @ ১৫:২৫

এসপিটি নিউজঃ   আজ সেই কালো দিন। পুলওয়ামা জঙ্গি হানার দ্বিতীয় বর্ষপূর্তি। দেশের 40 জন বীর শহীদের বলিদান ভারত ভুলে যায়নি।বীর শহীদের এই মহান আত্মত্যাগ কোনওভাবেই বিফলে যেতে পারে না। যাবেও না। এই বিশ্বাস আমাদের আছে। নতমস্তকে আমরা সংবাদ প্রভাকর টাইমস আজ আমাদের মহান ভারতবর্ষের বীর শহীদদের জানাই শতকোটি প্রণাম আর বিনম্র শ্রদ্ধা।

জম্মু কাশ্মিরের পুলওয়ামাতে সন্ত্রাসীদের গুলিতে 40 সিআরপিএফ সদস্য শহীদ হন।এই হামলায় অনেক রাজ্যের অধিবাসী জওয়ান শহীদ হন। যার মধ্যে শুধু উত্তরপ্রদেশ থেকে 12 জন তরুণ রয়েছে।

জম্মু ও কাশ্মীরের ডোডাসনওয়ালা, রাজৌরির নাসির আহমেদ। পাঞ্জাবের ধর্মকোট, মোগার জয়মাল সিং। গঙ্গবিন্দের, পট্টি, তরনতারন, পাঞ্জাবের সুখবিন্দর সিং। দিওয়া, ধারকালা, জাওয়ালি, কাংরা হিমাচল প্রদেশের তিলক রাজ। গোবিন্দপুরা খজরৌলি, শাহপুরা, জয়পুর, রাজস্থানের রোহিতাষ লাম্বা। ফরসামা, বনাগুরু, বসিয়া, গুমলা, ঝাড়খণ্ড বিজয় সোরেঙ। কেরলের বসন্ত কুমার কুমার বিবি, তামিলনাড়ুর সুব্রহ্মানিয়াম জি, উড়িষ্যার  মনোজ কুমার, কর্ণাটকের মাস্টার এইচ, রাজস্থানের নারায়ণ লাল শহীদ হয়েছেন।

তেমনই উত্তর প্রদেশের প্রদীপ কুমার, রাজস্থানের হেমরাজ  মীনা, বারাণসী, উত্তরপ্রদেশের রমেশ যাদব, মহারাষ্ট্রের সঞ্জয় রাজপুত, আগ্রা, তাজ গঞ্জ, প্রতাপ পুরা উত্তর প্রদেশের কুশল কুমার রাওয়াত, কনৌজ, উত্তর প্রদেশের প্রদীপ সিংহ, কানপুর, উত্তরপ্রদেশের শ্যাম বাবু, উত্তরপ্রদেশের অজিত কুমার আজাদ, গুরুদাসপুর, পাঞ্জাবের মনিন্দর সিং, জব্বলপুর, মধ্য প্রদেশের অশ্বিনী কুমার কাওচি, মহারাষ্ট্রের রাঠোর নিতিন শিবাজি, উত্তরাখণ্ডের বীরেন্দর সিংহ পুলওয়ামা হামলায় শহীদ হয়েছেন।

Published on: ফেব্রু ১৪, ২০২১ @ ১৫:২৫ 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 19 = 26