স্বাধীনতার পর থেকে কংগ্রেস, কমিউনিস্ট এবং দিদি দার্জিলিঙের উন্নয়নকে ফুলস্টপ করে দিয়েছে-অমিত শাহ

Main দেশ ভোট সংবাদ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ১৩, ২০২১ @ ১৯:২৬

এসপিটি নিউজ, দার্জিলিং, ১৩ এপ্রিলঃ আজ দার্জিলিঙে জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সভাতে দাঁড়িয়ে তিনি গোর্খা সমাজকে আশ্বস্ত করে বললেন- বাংলায় বিজেপির সরকার হলে দার্জিলিং-এর উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। স্বাধীনতার পর থেকে কংগ্রেস, কমিউনিস্ট এমনকি দিদি দার্জিলিঙের উন্নয়নে ফুলস্টপ করে দিয়েছে।

অমিত শাহ দার্জিলিঙের পুরনো ইতিহাস টেনে এনে বলেন- “দার্জিলিং দেশের সৌন্দর্য্যশালী শহরের মধ্যে একটি।দেশের সবচেয়ে স্থাপিত শহরের মধ্যে একটি। ১৮৯৭ সালে দার্জিলিঙে বিদ্যুৎ এসেছিল। ১৮৫০ সালে এখানে দ্বিতীয় নগর পালিকা ও মিউনিসিপালিটি হয়। মাদ্রাজের পর দার্জিলিঙে প্রথম মিউনিসিপালিটি হয়। কিন্তু এরপর স্বাধীনতার পর থেকে কংগ্রেস, কমিউনিস্ট এবং দিদি দার্জিলিঙ্গের উন্নয়নকে ফুলস্টপ করে দিয়েছে। এরা সবাই দার্জিলিংকে আরামের জায়গা ঘোরাফেরার জায়গা হিসাবে দেখেছে কেউ এরা এখানকার উন্নয়নের কথা ভাবেনি।”

“আমি আজ আপনাদের বলতে চাই- একবার আপনারা মোদিজিকে সুযোগ দিন পাঁচ বছরে দার্জিলিঙের সমস্ত সমাধান নরেন্দ্র মোদি করবেন। এই যে বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে চলেছে। দিদি আপনি রুখতে পারবেন না। ২০০-র বেশি আসন নিয়ে সরকার গঠন হবে।” বলেন অমিত শাহ।

গোর্খাদের কথা বলতে গিয়ে অমিত শাহ বলেন- “দার্জিলিঙ্গের তিনটি আসন ভারতীয় জনতা পার্টির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি যে ২০০ আসনে জিতবে যেখানে ১৯৭ আসনের পর বাকি তিনটি আসন হবে পাহাড়ের তিনটি আসন। আমি জানি গোর্খাদের ম্যাচ ফিক্সিং-এ যাওয়ার কোনও প্রয়োজনই নেই। দেশের জন্য প্রাণ বলিদান দেওয়ার কথা যদি আসে তাহলে ভারত মাতাকে রক্ষা করার কথা উঠলেও গোর্খাদের নাম সর্বাগ্রে আসবে।”

“১৯৮৬-৮৮ সালে কমিউনিস্টরা পাহাড়ে আগুন লাগিয়ে দেয়। গোর্খাদের গুলি করে। আজও আমরা তা ভুলিনি। এরপর মা-মাটি-মানুষের কথা বলা দিদি এলেন। দিদিও এখানে এসে বহু মানুষকে নির্মম হত্যা করিয়ে ছিলেন। আমি এখানে এটা বলতে চাই- এখানে সরকার গড়ার পর আপনাদের যাদের নামে মামলা হয়েছিল সব মামলা আমরা প্রত্যাহার করে নেব।” বলেন অমিত শাহ।

“আর একটা কথা বলতে চাই যে গোর্খাদের রাজনৈতিক সমাধান যদি কেউ করতে পারে তবে তা করবে কেন্দ্রের বিজেপি সরকার ও বাংলা গড়ে উঠবে যে বিজেপি সরকার তারা। আমরা গোর্খা ভাইদের ছয় মাসের মধ্যে প্রজা পাট্টা দেব।”

এরপর অমিত শাহ দার্জিলিঙের পর্যটনের উন্নয়ন নিয়ে বলতে বলেন- “এখানে এক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা বিজেপি নিয়েছে। পর্যটনের উন্নয়নে এক হাজার কোটি টাকার পরিকল্পনা করা হয়েছে। যেখানে হিমালয়ান ট্যুর সার্কিট, হিল সার্কিট ও রাজবংশী পর্যটন সার্কিট থাকছে।”

Published on: এপ্রি ১৩, ২০২১ @ ১৯:২৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

27 − 23 =