উত্তরবঙ্গে লোকসভা ভোটে একটা আসনও পাইনি, কি অন্যায় করেছিলাম আমরা- জানতে চাইলেন মমতা

Main রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১৫, ২০২০ @ ১৭:৫৫

এসপিটি নিউজ, জলপাইগুড়ি, ১৫ ডিসেম্বর: লোকসভা ভোটের অনেক আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্লোগান দিয়েছিলেন -লোকসভা ভোটে বাংলায় তৃণমূল বিয়াল্লিশে বিয়াল্লিশ পাবে। কিন্তু ফলাফল বের হওয়ার পর দেখা গেল যে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রাপ্তি একেবারে শূন্য। এতদিন বাদে জলপাইগুড়িতে দলের সভায় বক্তব্য রাখতে গিয়ে এই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর গলায় ধরা পড়ল সেই অভিমানের সুর। জানতে চাইলেন- লোকসভা ভোটে এখানে একটা আসনও পাইনি, কি অপরাধ ছিল আমাদের? কি অন্যায় করেছিলাম আমরা?

যে কাজ করে সেই ভুল করে

মমতা এদিন বলেন- দেখুন যে কাজ করে সেই ভুল করে। সেকথা খোদ নেতাজী বলে গেছেন। আর একটা কথায় মাথায় রাখবেন যে রাজনীতিতে দু’ধরনের লোক থাকে। যে ক্ষমতায় থাকে সে চেষ্টা করে কাজ করতে, মিথ্যা না বলতে। আর যারা ক্ষমতায় থাকে না তারা মিথ্যা কথা বলে আর কুৎসা রটায়, অরাজকতা সৃষ্টি করে।

বিমল গুরুংদের গোর্খাল্যান্ডের প্রসঙ্গ টেনে বিজেপিকে তোপ মমতার

এখানেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বিমল গুরুং-এর পক্ষ নিয়ে কথা বলেন। বলেন- বিজেপি বিমল গুরুংদের কথা দিয়েছিল গোর্খাল্যান্ডের। প্রতিবার নির্বাচনের সময় ওরা বিমল গুরুংদের এই আশ্বাস দিয়ে ভোটটা জিতে নেয়। কিন্তু ওদের গোর্খাল্যান্ডের কিছু হয়নি। যাই হোক এতদিনে ওরা সেটা বুঝতে পেরেছে। ওরা বুঝেছে যে যদি কেউ ওদের স্থায়ী সমাধান করতে পারে তবে তারা হল আমরা। আমরাই পারি ওদের স্থায়ী সমাধান করতে।

হলুদ বেটেছে না লঙ্কা বেটেছে

এরপর তিনি জলাপাইগুড়ির বিধায়কের নাম না করে তাকে কটাক্ষ করে বলেন- এখানে যে বিধায়ক আছেন তিনি আপনাদের জন্য কি করেছেন? তাঁকে জিজ্ঞাসা করেছেন কখনো- হলুদ বেটেছে না লঙ্কা বেটেছে? আদা বেটেছে না পেঁয়াজ বেটেছে?কোনওদিন নুন-চিনির জল করে দিয়েছে? শুনুন যে কাজ করে সেই ভুল করে।

জানতে চাইলেন মমতা

গত লোকসভা ভোটে আমরা তো উত্তরবঙ্গে একটা আসনও পাইনি। বলুন তো, কি অপরাধ ছিল আমাদের? কি অন্যায় করেছিলাম আমরা? সব বিজেপি নিয়ে চলে গেল। আমরা যা কাজ করেছি সারা পৃথিবীতে কোথাও এমনটা হয়নি। এখন আপনাদের আমি বলতে চাই, লোকসভা ভোটে যা হয়েছে হয়ে গেছে। এখন বিধানসভায় সবটা আমি চাই। আপনাদের আশীর্বাদ চাই আমি।

Published on: ডিসে ১৫, ২০২০ @ ১৭:৫৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 4