স্পেনের প্রধান কোচ লোপেতেগুই-কে তাদের ম্যানেজার ঘোষণা করল রিয়েল মাদ্রিদ

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুন ১২, ২০১৮ @ ২২:২০

এসপিটি স্পোর্টস ডেস্কঃ ফুটবল জ্বরে আক্রান্ত এখন গোটা বিশ্ব। বিশ্বকাপের আসরের মধ্যে সেরা ক্লাবগুলি কিন্তু হাত গুটিয়ে বসে নেই। তারা তাদের দল মেরামতের কাজ শুরু করে দিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর দলের ম্যানেজারের দায়িত্ব থেকে অব্যাহতি নেন ফ্রান্সের তারকা জিনেদিনে জিদান। তাঁর জায়গাটি এতদিন খালি পড়েছিল। কাকে সেই জায়গায় নিয়ে আসা হবে তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে রিয়েল মাদ্রিদ আজ ঘোষণা করল যে তাদের নতুন ম্যানেজার হচ্ছেন জুলেন লোপেতেগুই। যিনি বর্তমানে স্পেনের জাতীয় দলের প্রধান কোচ হয়ে বিশ্বকাপ নিয়ে ব্যস্ত।বিশ্বকাপ শেষ হলেই তিনি ক্লাবের দায়িত্ব নেবেন।

৫১ বছর বয়সী লোপেতেগুই ১৯৮৮ সালে রিয়েল মাদ্রিদের খেলোয়াড় ছিলেন। তিনটি মরশুম তিনি সেখানে কাটান। অবসরের আগে তিনি ক্লাবের বি টিমের ম্যানেজারের দায়িত্ব সামলেছিলেন। আজ সেই লোপেতেগুই স্পেনের জাতীয় দলের প্রধান কোচ হয়ে নিজের জায়গা আরও মজবুত করেছেন। এখন স্বভাবতই তাঁর উপর অনেক ক্লাবেরই নজর ছিল। আর সেই জায়গাতে টেক্কা দিয়ে লোপেতেগুইকে তুলে নিল রিয়েল মাদ্রিদ।

কিন্তু এখন দেখার বিষয় তাঁর আগমনে রিয়েলের দুই সুপারস্টার তাদের অবস্থান কি করেন। কারণ, দুই সুপারস্টার পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং ইংল্যান্ডের গ্যারেথ বেল আগেই জানিয়ে দিয়েছিলেন এবার তাঁরা আর রিয়েল মাদ্রিদে খেলবেন কিনা তা নিয়ে দ্বিধা প্রকাশ করেছিলেন। এবার দেখার বিষয় লোপেতেগুইকে নিয়োগের বিষয়ে এই দুই সুপারস্টার শেষ পর্যন্ত তাদের অবস্থান বদলান কিনা।

তিন সপ্তাহ আগে লোপেতেগুই স্পেন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে নয়া চুক্তিতে সাক্ষর করেছেন, যেখানে জাতীয় দলের কোচ হিসেবে ২০২০ সাল পর্যন্ত তাঁর সম্প্রসারণ করেছেন। যদিও তিনি রিয়েলের সঙ্গে তাঁর নয়া সম্পর্ক স্থাপনের কথা নিশ্চিত করেছেন।

রিয়েল মাদ্রিদ কতৃপক্ষ জানিয়েছেনঃ “তারা জুলেন লোপেতেগুইকে আগামী তিন মরশুমের জন্য দলের প্রধান ম্যানেজার হিসেবে নিয়োগ করেছেন।তিনি বিশ্বকাপের পরই দলের দায়িত্ব গ্রহণ করবেন।”

Published on: জুন ১২, ২০১৮ @ ২২:২০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

37 + = 40