স্কুলে ঝাড়ু হাতে সাফাই অভিযানে নেমে পড়লেন প্রধানমন্ত্রী মোদি

দেশ
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৫, ২০১৮ @ ১৪:২৭

এসপিটি নিউজ, নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বরঃ স্বচ্ছ ভারত অভযান-প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক স্বপ্নের প্রকল্প। তিনি চান দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে সুন্দর করে গড়ে তুলতে। সেজন্য তিনি নিজেও কিছু করতে চান। শুধু মুখের ভাষণ নয় এদিন তিনি নিজেই হাতে তুলে নিলেন ঝাড়ু। দিল্লির একটি স্কুল চত্বরে নিজেই করলেন সাফাই।যে সারা দেশে সব চেয়ে বড় দৃষ্টান্ত হয়ে রইল।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গেছিলেন দিল্লির পাহারগঞ্জে অবস্থিত বাবা সাহেব আম্বেদকর হাই স্কুলে। সেখানে গিয়ে তিনি স্বচ্ছ ভারত অভিযান নিয়ে স্কুল ছাত্রদের সামনে কিছু বলেন। ছাত্রদের পরামর্শ দেন-তোমরা সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে। নিজের এলাকা, নিজের দেশকে স্বচ্ছ রাখবে।

এরপর প্রধানমন্ত্রী নিজেই হাতে তুলে নেন একটি ঝাড়ু। সেই ঝাড়ু হাতে নিয়ে তিনি সোজা স্কুলের একটা অংশে পৌঁছে যান। এরপর তিনি সেই ঝাড়ু হাতে নিয়ে সাফাই শুরু করে দেন। ঝোপঝাড়ের মধ্যে কিছু প্লাস্টিকের প্যাকেট পড়ে ছিল। তিনি সেইগুলি হাত দিয়ে তুলে নেন। এভাবে এত সুন্দ এত যত্ন নিয়ে প্রধানমন্ত্রীকে সাফাই অভিযানে দেখে উপস্থিত শিক্ষক থেকে শুরু করে ছাত্ররা অবাক হয়ে যান। তারাও প্রধানমন্ত্রীকে কথা দেন-এখন থেকে তারাও এভাবেই সাফাই অভিযানে নিজেদের শামিল করবে।

Published on: সেপ্টে ১৫, ২০১৮ @ ১৪:২৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

80 + = 87