মহিলা পাইলট নিয়োগে বিশ্বে শীর্ষস্থানে ভারত

দেশ বিদেশ
শেয়ার করুন

Published on: সেপ্টে ১৫, ২০১৮ @ ০৯:৩৪

এসপিটি নিউজ ডেস্কঃ রীতিমতো গর্বের বিষয়। কর্মক্ষেত্রে মহিলারা পুরুষদের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে এগিয়ে আসছে। আর সেই তালে গতি রেখে আমাদের দেশ ভারত এই ক্ষেত্রে নিজেদের জায়গা মজবুত করতে সক্ষম হয়েছে। সারা বিশ্বে বেসামরিক বিমান সংস্থায় যত মহিলা পাইলট আছে তার ১২ শতংশই হল আমাদের দেশের মেয়েরা। মহিলা পাইলট নিয়োগে কিংবা সংখ্যার নিরীখে ভারত এই মুহূর্তে শীর্ষস্থান ধরে রেখেছে।সেদিক থেকে পিছনে রয়েছে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়ার মত উন্নত দেশগুলি। আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল সোসাইটি অফ উইমেন এয়ারলাইন পাইলটস’ এ তথ্য জানিয়েছে।

সাম্প্রতিককালে দেখা গেছে- ভারতে বেসামরিক বিমান সংস্থাগুলিতে মহিলা পাইলট নিয়োগের হার বেশ বৃদ্ধি পেয়েছে। সেখানে মেয়েদের যোগদান রীতিমতো নজর কাড়ার মতো। যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে পাইলটের পেশায় মেয়েদের প্রবেশ বেড়েই চলেছে। ভারতে এই চিত্রটা বেশ সাড়া জাগানোর মতো। যেমন সমীক্ষায় ধরা পড়েছে-ইন্ডিগোর মহিলা পাইলটের সংখ্যা বর্তমানে ৩৩০ জন। প্রায় ১৩ শতাংশ। আবার স্পাইসজেটেরও প্রায় ১২ শতাংশ মহিলা পাইলট। আগামি তিন বছরে এটি ৩৩ শতাংশ গিয়ে পৌঁছবে।যে হারে বিমানযাত্রীর সংখ্যা বেড়ে চলেছে তাতে অদূর ভবিষ্যতে আরও বেশি করে পাইলটের প্রয়োজন হবে। সেক্ষেত্রে মহিলা পাইলটের সংখ্যা যে এদেশে আরও বেয়ে যাবে তা কিন্তু আশা করা যাতেই পারে।

এত সবের পরেও কিন্তু আজও আমাদের তথাকথিত সমাজ মেয়েদের উন্নতিতে বাধা দিয়ে চলেছে। বহু দেশে আজও মেয়েরা পিছিয়ে আছে। তার প্রভাবও কিন্তু পড়ছে সেদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে। তাই দেশকে উন্নত করতে হলে আগে মেয়েদের এগিয়ে নিয়ে যেতে হবে।এক্ষেত্রে ভারতে বেসামরিক বিমান সংস্থায় মহিলা পাইলট নিয়োগে আশানুরূপ ফল মিলেছে। সেখানে মহিলাদের উপস্থিতি বেশ লক্ষণীয়। দেখা গেছে, মহিলা পাইলটদের রাতের ডিউটি দেওয়া হয় না। দিলেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ফলে মহিলা পাইলটরা আরও বেশি করে এই পেশায় আসা শুরু করেছে। তার উপর এই পেশায় পুরুষদের সঙ্গে মহিলাদের বেতন বৈষম্য নেই বললেই চলে।

Published on: সেপ্টে ১৫, ২০১৮ @ ০৯:৩৪

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

63 − 61 =