মাঝেরহাট, ফাঁসিদেওয়ার পর এবার ভেঙে পড়ল কাকদ্বীপের সেতু

রাজ্য
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৪, ২০১৮ @ ১৫:১০

এসপিটি নিউজ, বারুইপুর, ২৪ সেপ্টেম্বরঃ রাজ্যে একের পর এক সেতু ভেঙে পড়ছে। কখনও কলকাতা, কখনও উত্তরবঙ্গ আবার কখনও জেলার প্রত্যন্ত এলাকা। সেতুগুলি দীর্ঘদিন বেহাল অবস্থায় থেকে সঠিক রক্ষণেবেক্ষনের ফলে দুর্বল হয়ে পড়ায় ভেঙে পড়া শুরু করেছে।সেই তালিকায় নবতম সংযোজন কাকদ্বীপ। ভেঙে পড়ল সেখানকার সেতুও।

একই মাসে এভাবে রাজ্যে তিনটি সেতু ভেঙে পড়ার ঘটনা সাম্প্রতিককালে ঘটেনি বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল।কাকদ্বীপের সেতুটি ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর আসেনি।এই খবর পাওয়া মাত্রই প্রশাসনের আধিকারিকরা সেখানে পৌঁছন। তবে ভেঙে পড়া এই সেতুওটি খুব বেশিদিনের নয়। এখনও সেতুর পাশে লোহার কাঠামো বাধা আছে।তাই প্রশ্ন উঠছে এধরনের সেতু কিভাবে ভেঙে পড়ে?

Published on: সেপ্টে ২৪, ২০১৮ @ ১৫:১০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 5 =