সার্বিয়া পর্যটন ভারতের বাজার ধরতে চাইছে

Main দেশ বিদেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: জুলা ৪, ২০১৯ @ ১৫:০৭

এসপিটি নিউজ ডেস্ক:  ভারতীয় পর্যটকদের জন্য সুখবর এনেছে ইউরোপিয়ান দেশ সার্বিয়া। সারা বিশ্বে ভারতীয় পর্যটকদের এক বড় সুনাম আছে। বিশ্বের বহু দেশই চায় ভারতীয় পর্যটনের বাজার ধরতে। আর তাই তারা ভারতীয় পর্যটকদের নানারকম ছাড় দিয়ে থাকেন। দয় নানা ধরনের সুযোগ। সার্বিয়াও সেই রাস্তা ধরতে দেরী করল না। তারাও এবার ভারতীয় পর্যটকদের বিশাল বাজার ধরতে মুম্বই ও দিল্লিতে এক রোড-শো করার উদ্যোগ নিয়েছে। যেখানে তারা দেশের সুন্দর দিকটিকে তুলে ধরবে।

শুধু এখানেই থেমে থাকছে না সার্বিয়া সরকার। তারা মনে করে ভারতীয় পর্যটকরা সব দিক থেকে আদর্শ। তারা স্নগস্কৃতিবান। তারা পর্যটনপ্রিয়। তারা ভ্রমনপিয়াসী। তাই তাদের সার্বিয়ায় আসা প্রয়োজন। সার্বিয়া তাদের স্বাগত জানাতে প্রস্তুত হয়ে আছে। আর তাই তারা আরও এক বড় সিদ্ধান্ত নিয়েছে। ২০১৭ সালে দেশের পর্যটনের প্রচারে সেদেশের সরকার ভারতীয় পর্যটকদের জন্য ভিসা ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ভারতীয় পর্যটকরা ভিসা ছাড়াই সার্বিয়া ভ্রমন করতে পারেন।

সার্বিয়ার জাতীয় পর্যটন সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক মারিজা ল্যাবভিক বলেন, “ভারত থেকে বহির্গামী পর্যটন প্রবৃদ্ধি এবং সেই প্রবৃদ্ধির অংশ হতে চাই আমরাও। সার্বিয়া সবসময় পর্যটকদের দিকটা দেখে এবং সেক্ষেত্রে ভারতীয় বাজারের চাহিদাগুলি পূরণ করতে আমরা প্রস্তুত।”

Published on: জুলা ৪, ২০১৯ @ ১৫:০৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1