মাঝ আকাশে নব-দম্পতির মালা-বদল, হতবাক বিমানবন্দর কর্তৃপক্ষ

Main দেশ বিমান
শেয়ার করুন

Published on: মে ২৪, ২০২১ @ ১৩:১১

এসপিটি নিউজ:  দেশজুড়ে এখন চলছে করোনার আবহ। কিন্তু এর মধ্যে বিয়ের অনুষ্ঠানও সমান তালে চলছে। আর এই অনুষ্ঠানের আয়োজকরা যেভাবেই হোক না কেন বিয়ের অনুশঠান সম্পন্ন করিয়েই ছাড়ছে।এবার দেখা গেল স্পাইসজেটের একটি চার্টার্ড ফ্লাইট ভাড়া নিয়ে মাঝ আকাশেই নব-দম্পতি সেরে ফেললেন মালা বদল। একেবারে হতবাক বিমানবন্দর কর্তৃপক্ষ।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে- তামিলনাড়ুর মাদুরাই থেকে এক দম্পতি চার্টার্ড ফ্লাইটে গাঁট বেঁধেছিলেন। তাদের আত্মীয় এবং অতিথিরা একই ফ্লাইটে ছিলেন।

কিন্তু তাদের যে বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া আত্মীয়-স্বজনরা থাকবেন তা জানা ছিল না। ছবিতে দেখা যাচ্ছে উড়ানের ভিতরেই নানা পোজে ছবি তুলেছেন নব-দম্পতি। সেখানে পাত্র পাত্রীর গলায় মালা পরিয়ে দিচ্ছেন, এমনটাও দেখা গেছে ছবিতে।

বিমানবন্দরের ডিরেক্টর জানান- “স্পাইসজেটের চার্টার্ড ফ্লাইটটি মাদুরাই থেকে গতকালই বুকিং করা হয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষের আধিকারিকরা মধ্য-বায়ু বিবাহ অনুষ্ঠান সম্পর্কে অসচেতন ছিলেন।”

Published on: মে ২৪, ২০২১ @ ১৩:১১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 12 =