সন্ধ্যা সাতটা নয়, লোকাল ট্রেন চলবে রাত দশটা পর্যন্ত-জানাল রেল

Main ভ্রমণ রাজ্য রেল
শেয়ার করুন

Published on: জানু ৩, ২০২২ @ ২১:০৭

 

এসপিটি নিউজ, কলকাতা, ৩ জানুয়ারি: পূর্ব ঘোষিত লোকাল ট্রেন ছাড়ার শেষ সময়সূচি বদলে গেল। গতকাল নবান্ন থেকে করোনা বিধিনিষেধ জারি করার সময় বলা হয়েছিল যে আজ থেকে লোকাল ট্রেন সন্ধ্যা সাতটার পর আর চলবে না। সেই মতো রেল তা জানিয়ে দিয়েছিল। কিন্তু এদিন সন্ধ্যা সাতটার আগে থেকেই শিয়ালদা স্টেশনে যাত্রীরা ট্রেন ধরার জন্য হুড়োহুড়ি শুরু করে দেয়। এই খবর নবান্নে পৌঁছতেই তড়িঘড়ি সেখানে সিদ্ধান্ত হয় যে সন্ধ্যা সাতটা নয় শেষ লোকাল ট্রেন রাত দশটায় ছাড়বে।

গতকাল নবান্ন থেকে রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে বিধিনিষেধ জারি করা হয়। সেখানে বলা হয়েছিল যে ৫০ শতাংশ যাত্রী ক্ষমতা বহন করে লোকাল ট্রেন সন্ধ্যা সাতটা অবধি চালানোর যাবে। শিয়ালদহ, হাওড়া বিভাগে এই নিয়ম মেনে চলার জন্য আজ জানিয়েও দেওয়া হয়েছিল। সেই মতো আজ সন্ধ্যা সাতটার আগে থেকেই যাত্রীরা ভিড় করতে শুরু করেছিল শিয়ালদা, হাওড়া স্টেশনে। সকলেরই বাড়ি ফেরার তাড়া। সকলেই তখন পর্যন্ত জানত যে এটাই সম্ভবত শেষ লোকাল ট্রেন। কাজেই সেই ভেবে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগে যায়। ভিড়ে ঠাসা ট্রেনে করোনা বিধিনিষেধ না মানার ছবি প্রকট হয়ে ওঠে। ট্রেনে উঠতে না পেরে বহু যাত্রী ক্ষোভে ফেটে পড়ে। স্টেশনে একটা বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়।

এই খবর পৌঁছে যায় নবান্নে। সেখানে আজকের পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হয় যে শেষ লোকাল ট্রেন ছাড়ার সময় সন্ধ্যা সাতটার পরিবর্তে রাত দশটা করা হল। আগামী ১৫ তারিখ পর্যন্ত রাজ্যে সমস্ত লোকাল ট্রেন রাত দশটা পর্যন্ত চলবে। এরপরই পূর্ব রেলের থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দেওয়া হয়েছে।এই নিষেধাজ্ঞা পশ্চিমবঙ্গে ১৫ জানুয়ারি, ২০২২ পর্যন্ত বলবৎ থাকবে। অন্যান্য কোচিং ট্রেন/মেল-এক্সপ্রেস ট্রেন/দীর্ঘ দূরত্বের যাত্রীবাহী ট্রেন/পার্সেল ট্রেন/মালবাহী ট্রেন সময়সূচী অনুযায়ী চলবে।

রেলের পক্ষ থেকে যাত্রীদের অনুরোধ করা হয়েছে কোভিড-১৯ সম্পর্কিত সমস্ত প্রোটোকল এবং সমস্ত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, যেমন মাস্ক পরা, সামাজিক দূরত্ব ইত্যাদি কঠোরভাবে মেনে চলার জন্য।

Published on: জানু ৩, ২০২২ @ ২১:০৭


শেয়ার করুন