শিয়ালদা ও হাওড়া শাখায় লোকাল ট্রেনের তালিকা প্রকাশ করল পূর্ব রেল, টিকিট মিলবে কোথা থেকে জানিয়ে দিল তাও

রাজ্য রেল
শেয়ার করুন

Published on: নভে ৯, ২০২০ @ ১১:১৩

এসপিটি নিউজ:  প্রতীক্ষার অবসান শেষ। অবশেষে সচল হতে চলেছে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা। আজ থেকেই প্রক্রিয়া শুরু। তবে সাধারণ মানুষের জন্য রেলের  চাকা ঘুরতে শুরু করবে আগামী বুধবার থেকে। প্রথম পর্যায়ে যে কটি ট্রেন চলবে পূর্ব রেল তার তালিকা প্রকাশ করেছে আজ। তবে ২০১৯ সালের টাইম টেবিল অনুসারেই ট্রেনগুলি চলবে।

যে নিয়ম আপনাকে মেনে চলতে হবে

পূর্ব রেল একই সঙ্গে যাত্রীদের কোভিড-১৯ স্বাস্থ্যবিধি অনুসরন করতে নির্দেশ দিয়েছে। এই নিয়মে বলা হয়েছে- ট্রেন চাপার সময় মুখে অবশ্যই মাস্ক কিংবা কোনও কিছু দিয়ে মুখ ঢেকে রাখতে হবে। সঙ্গে স্যানিটাইজার রাখতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

মান্থলি হোল্ডারদের জন্য সুখবর

মান্থলি হোল্ডারধারী যাদের মান্থলির মেয়াদ শেষ হওয়ার আগেই লকডাউনের জন্য ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গেছিল তাদের জন্য বিশেশ সুবিধা প্রদান করছে রেল। সিদ্ধান্ত হয়েছে, লকডাউনের সময় থেকে যতদিন তাদের মান্থলির মেয়াদ ছিল সেই সময় তাদের বাড়িয়ে দেওয়া হবে। আর এজন্য তাদের আজ অর্থাৎ ৯ নভেম্বর, ২০২০ সকাল আটটা থেকে সংশ্লিষ্ট স্টেশনগুলি থেকে মান্থলির মেয়াদ বিনামূল্যেই বাড়িয়ে নিতে পারবেন।

কোথা থেকে মিলবে টিকিট

রেল সাধারণ নিত্য যাত্রীদের জন্য টিকিট কাউন্টার খুলছে লোকাল ট্রেন চালুর প্রথম দিন থেকেই। অর্থাৎ ১১ নভেম্বর, ২০২০ থেকেই যাত্রীরা টিকিট কেটেই ট্রেন চাপতে পারবেন। তবে এই টিকিট একমাত্র সুবার্বান আর কৃষ্ণনগর-লালগোলা শাখার স্টেশনগুলি থেকে পাওয়া যাবে।

কোন রুটে কটি ট্রেন চলবে

শিয়ালদা মেইন ও বনগাঁ, হাসনাবাদ লাইন

পূর্ব রেল এক বিজ্ঞপ্তি দিয়ে ৪২ টি রুটের লোকাল ট্রেন তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে শিয়ালদা-কৃষ্ণনগর এবং শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-হাসনাবাদ, শিয়ালদা-ডানকুনি-বারুইপাড়া লাইনে মোট ১২ টি রুট আছে। যার মধ্যে ১০টি শুধু শিয়ালদা মেইন লাইনে। তালিকা অনুযায়ী দেখা গেছে- ১১ জোড়া কৃষ্ণনগর লোকাল, ১২ জোড়া নৈহাটি লোকাল, পাঁচ জোড়া রানাঘাট-লালগোলা ট্রেন, সাত জোড়া শান্তিপুর লোকাল, সাত জোড়া কল্যানী সীমান্ত, নয় জোড়া বারাকপুর লোকাল, ১২ জোড়া শিয়ালদা-রানাঘাট-গেদে লোকাল, ১৩ জোড়া হাসনাবাদ লোকাল, চার জোড়া শিয়ালদা-বারাসত-দত্তপুকুর লোকাল, ১৬ জোড়া শিয়ালদা-ডানকুনি-বারুইপাড়া লোকাল, এক জোড়া শিয়ালদা-বিবাদি বাগ লোকাল, ছয় জোড়া রানাঘাট লোকাল সঙ্গে একটি আপ ট্রেন থাকছে।বনগাঁ-দমদম-ণৈহাটি-মাঝেরহাটের মধ্যে চালানো হবে মোট সাতটি ট্রেন। রানাঘাট-বনগাঁআর মধ্যে মোট ১৭টি ট্রেন চালানো হবে। মত ১৯ জোড়া বনগাঁ লোকাল চালানো হবে। থাকছে একটি ডাউন ট্রেন।

শিয়ালদা দক্ষিণ

শিয়ালদা-লক্ষীকান্তপুর-নামখানা রুটে চলবে মোট নয় জোড়া ট্রেন। শিয়ালদা-কোমাগেট মারু-বজবজ রুটে চলবে মোট ২৭টি ট্রেন। ১২ জোড়া ডায়মন্ডহারবার লোকাল, নয় জোড়া সোনারপুর লোকাল, শিয়ালদা-সোনারপুর-বারুইপুর রুটে ২১টি ট্রেন, শিয়ালদা-ক্যানিং রুটে মোট ৩১ টি ট্রেন চালানো হবে।

হাওড়া ডিভিশন

মোট ১৯ জোড়া ব্যান্ডেল লোকাল, হাওড়া-তারকেশ্বর-আরামবাগ-গোঘাট রুটে পাঁচ জোড়া, হাওড়া -বর্ধমান মেইন লাইনে ১০ জোড়া, হাওড়া-কাটোয়া লাইনে ছয় জোড়া, ব্যান্ডেল-কাটোয়া লাইনে চার জোড়া, হাওড়া-তারকেশ্বর লাইনে ১৯টি, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে মোট ১১ জোড়া, নৈহাটি-ব্যান্ডেল রুটে নয় জোড়া, হাওড়া-বারুইপাড়া, হাওড়া-হরিপাল রুটে একটি করে, হাওড়া-মশাগ্রাম রুটে দুই জোড়া, হাওড়া-শ্রীরামপুর রুটে তিন জোড়া, হাওড়া-পান্ডুয়া রুটে এক জোড়া, ব্যান্ডেল-পান্ডুয়া রুটে একটি, বর্ঘমান-বল্গোনা-কাটোয়া রুটে মোট চার জোড়া, হাওড়া-চন্দনপুর রুটে মোট দুই জোড়া, হাওড়া-গুরাপ এবং ব্যান্ডেল-বালি রুটে এক জোড়া, হাওড়া-শেওড়াফুলি রুটে সাত জোড়া, হাওড়া-বেলুড়মঠ রুটে দুই জোড়া, হাওড়া-সিঙ্গুর রুটে দুই জোড়া ট্রেন চলবে।

এসমস্ত ট্রেনই চলবে ২০১৯ সালের টাইম টেবিল অনুসারে। জানিয়েছে পূর্ব রেল।

Published on: নভে ৯, ২০২০ @ ১১:১৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 − 21 =