লক্ষ্মীবারে ‘লক্ষ্মীর ভান্ডার’ উপহার মমতার, চালু করলেন আরও কয়েকটি স্কিম- জেনে নিন সেগুলি

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জুলা ২২, ২০২১ @ ২০:৪৩
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২২ জুলাই:    আজ বৃহস্পতিবার। অনেকের কাছে এই দিনটি আবার লক্ষ্মীবার বলেই পরিচিত। এমন একটা দিনে নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের কথা ঘোষণা করলেন। একই সঙ্গে তিনি এদিন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্কিম ঘোষণা করেন। অন্য স্কিমগুলির মধ্যে রয়েছে ‘স্যান্ড মাইনিং পলিসি ২০২১’ এবং ‘উৎসশ্রী’।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কারা সুবিধা পাবেন, কিভাবে মিলবে এই সুবিধা

বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন- “আমরা নির্বাচনী ইস্তাহারে যা ঘোষণা করেছিলাম সেই মতো সব কিছু করছি। এবার আমরা মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প চালু করছি। আগামী ১ সেপ্টেম্বর থেকেই এটি কার্যকর হবে অর্থাৎ মা-বোনেরা এর সুবিধা পেতে শুরু করবেন। আমরা আবার দুয়ারে সরকার শুরু করছি। এটি চলবে ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সেখানে অন্যান্য প্রকল্পের সুবিধা পাবেন নাগরিকরা। সেখানেই মা-বোনেরা তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন বা দরখাস্ত জমা দিয়ে আসবেন।”

“স্বাস্থ্যসাথী কার্ড দেখালেও হবে তবে আবেদন সঙ্গে নিয়ে যাবেন। ১ সেপ্টেম্বর থেকে মা-বোনেদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যাবে। তপশিলি-আদিবাসী মা-বোনেদের জন্য এক হাজার টাকা এবং জেনারেল কাস্টের জন্য ৫০০টা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

স্যান্ড মাইনিং পলিসি ২০২১- কি আছে এই স্কিমে

এছাড়া আমরা রাজ্যে এবার স্যান্ড মাইনিং পলিসি ২০২১ চালু করছি বলে জানান  মুখ্যমন্ত্রী। এই পলিসি সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান- ” বালি প্রাকৃতিক সম্পদ রাজ্যের সম্পদ। মাটি রাজ্যের সম্পদ। সুরকি রাজ্যের সম্পদ। মনে রাখবেন, কয়লা কেন্দ্রীয় সরকারের অধীনে। কিন্তু ওরা দোষ দিয়ে দেয় অন্য লোকের। সিআইসি-কে শক্ত হাতে এটা দেখতে হবে। আমাদের দিক থেকে আইন-শৃঙ্খলা যতটা পারবে ধরব। এই কেসটাকে এখন থেকে শক্ত হাতে ধরবার চেষ্টা করছি। অনলাইনে সবটাই করব। ট্রান্সপারেন্সি যাতে থাকে।”

জনগণকে কি করতে হবে, তাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী

এজন্য যা করতে হবে সেটাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন-“জনসাধারণের জন্য ফোন নম্বর দিয়ে দেওয়া হবে। যদি দেখেন আপনার এলাকায় কেউ করে খাচ্ছে, সরাসরি আপনি অভিযোগ জানাতে পারেন। অভিযোগ জানালে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে কাউকে রেয়াত করা হবে না। সে যেই হোক না কেন- অফিসার, কর্মচারী কিংবা রাজনৈতিক নেতা। সবার ক্ষেত্রে সমানভাবে আইন প্রয়োগ করা হবে।”

শিক্ষকদের বদলির সুবিধা দিতে এসে গেল ‘উৎসশ্রী’ পোর্টাল

এবার যে স্কিমের কথা মুখ্যমন্ত্রী তুলে ধরেন তা হল শিক্ষকদের বিষয়ে। মমতা বলেন- “এই স্কিমটার নাম ‘উৎসশ্রী’। শিক্ষকদের কথা ভেবেই এটা চালু করা হচ্ছে। এমন অনেক শিক্ষক তাঁর বাড়ি থেকে বহু দূরে কিংবা ভিন জেলায় শিক্ষকতা করেন। এখন তার চাইলে নিজের জেলায় কিংবা বাড়ির কাছের কোনও স্কুলে বদলি নিয়ে চলে আসতে পারেন। এই স্কিম তাদের সেই সুবিধাই দেবে। তাই বলে একটা স্কুলে ১০ জন থাকলে ১০জনকেই তো তা দেওয়া সম্ভব নয়। এটা নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিতে হবে।”

“আমি আগেই বলেছিলাম যে শিকক্ষকদের যাতে দূরে যেতে না হয় যতটা সম্ভব তাদের সাহায্য করা যায়। সেটা দেখার জন্য একটা স্কিম করা হয়েছে। তৈরি করা হয়েছে একটা পোর্টাল। সেখানে শিক্ষকরা নিজেরাই আবেদন করতে পারবেন। শিক্ষা দফতর তা দেখে ব্যবস্থা নেবে। এই পোর্টালটার নাম ‘উৎসশ্রী’। যেহেতু এটা শিক্ষার ব্যাপার আর শিক্ষা যেহেতু শ্রী বৃদ্ধি করে তাই এর নাম দেওয়া হয়েছে ‘উৎসশ্রী’।বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Published on: জুলা ২২, ২০২১ @ ২০:৪৩


শেয়ার করুন