রাজ্যে পরিষ্কার আকাশ, থাকবে ঠান্ডার রেশ, কোচবিহারে পারদ নামল ৫ ডিগ্রিতে

Main আবহাওয়া দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২৮, ২০২২ @ ২২:০১

এসপিটি নিউজ, কলকাতা, ২৮ জানুয়ারি:    আগামী কয়েকদিন রাজ্যে আকাশ পরিষ্কার থাকবে। সেই সঙ্গে ঠান্ডার রেশ চলবে আরও কয়েকটা দিন। আজ রাজ্যে প্রায় বেশিরভাগ জেলাতেই তাপমাত্রার পারদ নেমেছে। উপ-হিমালয় জেলাগুলির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কোচবিহারে ৫.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ০ ডিগ্রির নীচে।সেখানে জেলার বেশ কিছু এলাকায় এদিন তুষারপাত হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, এদিন বিহারের দু-এক জায়গায় ঠান্ডার প্রকোপ বেড়েছে।  \ঝাড়খণ্ডের দু-এক জায়গায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি দেখা দিয়েছে। উপ-হিমালয় পশ্চিমবঙ্গের সিকিম ও দার্জিলিং জেলার এক বা দুই জায়গায় তুষারপাত হয়েছে। (মিডিয়া রিপোর্ট) বিহার ও পশ্চিমবঙ্গের জেলাগুলোর এক বা দুই জায়গায় অগভীর কুয়াশা পড়েছে। সিকিমের অনেক জায়গায় হালকা থেকে হালকা বৃষ্টিপাত হয়েছে। নিকোবর দ্বীপপুঞ্জের কিছু জায়গায় খুব হালকা বৃষ্টি হয়েছে। বাকি অঞ্চলে আবহাওয়া শুষ্ক ছিল।

ওড়িশা, উপ-হিমালয় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক জায়গায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে; বিহার ও ঝাড়খণ্ডের দু-এক জায়গায় প্রশংসনীয়ভাবে কমেছে। এই অঞ্চলের অন্য কোথাও বড় কোনো পরিবর্তন ঘটেনি।ওড়িশা ও ঝাড়খণ্ডের এক বা দুই জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি জায়গায় কম ছিল; উপ-হিমালয় পশ্চিমবঙ্গের অধিকাংশ স্থানে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অনেক স্থানে এবং বিহারের কয়েকটি স্থানে স্বাভাবিকের চেয়ে কম ছিল ; সিকিমের অনেক জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম ছিল এবং এই অঞ্চলের অন্যত্র স্বাভাবিক ছিল।

এই অঞ্চলের সমতল ভূমিতে কোচবিহারে (উপ হিমালয় পশ্চিমবঙ্গ) সর্বনিম্ন সর্বনিম্ন তাপমাত্রা ৫.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিন রাজ্যের জেলাগুলির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে আসানসোল-১০.৬, বালুরঘাত ১০.৪, বাঁকুড়া ১০.৪, বারাকপুর ১৩.০, বহরম্পুর ১০.৪, ক্যানিং ১৩.০, কাঁথি ১০.০, দার্জিলিং ০.৫, দীঘা ১১.৯, দমদম ১২.৯, জলপাইওগুড়ি ৭.৫, কলাইকুন্ডা ১০.০, কালিম্পং ৫.৫, কলকাতা ১৩.৭, কৃষ্ণনগর ১৩.৪, মালদা ১১.৩, পানাগড় ৯.০, পুরুলিয়া ৭.৯, শিলিগুড়ি ৬.৮, শ্রীনিকেতন ৮.৬ ডিগ্রি সেলসিয়াস।

Published on: জানু ২৮, ২০২২ @ ২২:০১


শেয়ার করুন